বিসিবির সামনে বিক্ষোভ করছেন কারা

বিক্ষোভকারীরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেনপ্রথম আলো

মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে হঠাৎই স্লোগান। আজ দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে হাজির হন শখানেক বিক্ষোভকারী। গতকাল পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।

‘আসিফের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এ ধরনের স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় বিসিবি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

কোনো ধরনের ব্যানার ছাড়াই তাঁরা মিছিল করেন। কেন তাঁরা এই বিক্ষোভ করছেন জানতে চাইলে একজন বলেন, ‘এটা আমাদের জনতার দাবি। বিসিবির এই দুর্নীতি আমরা মানি না।’ তাঁরা কারা জানতে চাইলে ‘স্থানীয় সাধারণ জনগণ’ বলে দাবি করেন।
কেন আসিফ মাহমুদের পদত্যাগের পরদিনই মিছিল করছেন, এ বিষয়ে জানতে চাইলে বিক্ষোভকারীরা সদুত্তর দিতে পারেননি। তাঁদের দাবি কী জানতে চাইলে তাঁরা জানান, আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চান তাঁরা।

বিক্ষোভকারীরা নিজেদের সাধারণ জনগন বলে দাবি করেন
প্রথম আলো

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে তাঁদের স্লোগান দিতে দেখা যায়নি। জানতে চাইলে তাঁরা জানান, আমিনুলের বিরুদ্ধে এখনো খারাপ কিছু শোনেননি তাঁরা, আরও কিছুদিন গেলে হয়তো বুঝতে পারবেন।

আরও পড়ুন

ফারুক আহমেদের বিরুদ্ধে কেন স্লোগান দিচ্ছেন—এর উত্তরে বিক্ষোভকারীরা দাবি করেন, ‘সিন্ডিকেটের মূল হোতা’ তিনি ও আসিফ। তবে যখন বলা হয়, বিসিবির বর্তমান সভাপতি ফারুক নন, আমিনুল—তখন বিক্ষোভকারীরা চুপ হয়ে যান।

এ সময় বিসিবি কার্যালয়ের ভেতরে সেনাবাহিনীর সদস্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীরাও বিসিবি কার্যালয়ের সামনে জড়ো হননি। সামনের রাস্তায় মিনিট দশেক স্লোগান ও মিছিল দিয়ে তাঁরা চলে যান।

আরও পড়ুন