বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে ওয়ানডে দলে স্টোকস

অবসর ভেঙে ফিরলেন স্টোকসফাইল ছবি: টুইটার

অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন বেন স্টোকস। বিশ্বকাপ সামনে রেখে দেশের মাটিতে আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। ২০১৯ বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা ফিরে আসছেন, সে ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। আজ নিশ্চিত হলো সেটি।

অবশ্য স্টোকস ফিরলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে নেই পেসার জফরা আর্চার। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা এ ফাস্ট বোলারকে এখনো বিবেচনা করা হয়নি। অবশ্য বিশ্বকাপে তাঁকে খেলানোর ঝুঁকি নেবে ইংল্যান্ড, সেটিও আগেই বলেছেন কোচ ম্যাথু মট।

গত বছরের জুলাইয়ে ওয়ানডে থেকে অবসরে গিয়েছিলেন স্টোকস। তবে আগামী অক্টোবর থেকে ভারতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে তাঁর এ সংস্করণে ফেরার গুঞ্জন ছিল আগে থেকেই। ইংল্যান্ডের পুরুষ দলের নির্বাচক লুক রাইট স্টোকসের ফেরা সম্বন্ধে বলেছেন, ‘সাদা বলে আমাদের যে মেধা, সেটিরই পরিচায়ক দুটি শক্তিশালী দল ঘোষণা করতে পেরেছি আমরা। বেন স্টোকসের ফিরে আসার মাধ্যমে তার ম্যাচ জেতানোর সামর্থ্য ও নেতৃত্বের গুণ সেখানে বাড়তি কিছু যোগ করবে। আমি নিশ্চিত প্রতিটি সমর্থক ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে তাকে ফিরতে দেখাটা উপভোগ করবে।’

নিউজিল্যান্ড সিরিজের দলে ফেরার মাধ্যমে স্টোকসের বিশ্বকাপ খেলাটাও প্রায় নিশ্চিত হয়ে গেল। যদিও বিশ্বকাপের প্রাথমিক দল এখনো ঘোষণা করেনি ইসিবি। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে হবে, চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ২৭ সেপ্টেম্বর।

গত বছরের জুলাইয়ে ওয়ানডেকে বিদায় বলেছিলেন স্টোকস
এএফপি

গত ফেব্রুয়ারি থেকে হাঁটুর চোটে ভোগা স্টোকস সর্বশেষ অ্যাশেজেও সব মিলিয়ে মাত্র ২৯ ওভার বোলিং করেছেন। নিউজিল্যান্ড সিরিজ বা সামনের বিশ্বকাপে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই তাঁর খেলার সম্ভাবনা বেশি। তাঁকে এ ভূমিকায় খেলানোর কথা বলেছিলেন সীমিত ওভারের প্রধান কোচ ম্যাথু মটও।

স্টোকস যেমন ফিরেছেন, তেমনি ১৫ জনের দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা সারের পেসার গাস অ্যাটকিনসন। টি-টোয়েন্টি ব্লাস্টের পর চলমান দ্য হানড্রেডেও গতির ঝলক দেখিয়েছেন ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলা এ ফাস্ট বোলার।

ওয়ানডে দলের মতো টি-টোয়েন্টি দলেও আছেন অ্যাটকিনসন। এ সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা আরও দুজনকে ডাকা হয়েছে—পেসার জশ টাং ও জন টার্নার। অবশ্য টাং এরই মধ্যে টেস্ট অভিষেক করে ফেলেছেন। টার্নার ইংল্যান্ডের কোনো দলে ডাক পেলেন প্রথমবার।

মিডল অর্ডারে স্টোকসের ফেরা, ভারতের কন্ডিশনে জো রুটদের অভিজ্ঞতা—সব মিলিয়ে ওয়ানডে দলে জায়গা পাননি উঠতি তারকা হ্যারি ব্রুক। বিশ্বকাপ দলে জায়গা পেতে আপাতত টি-টোয়েন্টি দলে পারফর্ম করাই লক্ষ্য হতে পারে তাঁর।

আরও পড়ুন

আগামী ৩০ আগস্ট চেস্টার-লি-স্ট্রিটে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের তিনটি ম্যাচ যথাক্রমে ১, ৩ ও ৫ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ড, এজবাস্টন ও ট্রেন্টব্রিজে। ৮ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ কার্ডিফে। পরের তিনটি ম্যাচ ১০, ১৩ ও ১৫ সেপ্টেম্বর যথাক্রমে সাউদাম্পটন, ওভাল ও লর্ডসে।

ইংল্যান্ড ওয়ানডে দল

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল

জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জশ টাং, জন টার্নার, লুক উড।