সাকলায়েন তাঁর সময়ের প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন বোলিং প্রতিপক্ষের বিচারে। সাকলায়েনের প্রশ্ন, কোহলি কি ওয়াসিম আকরাম, কার্টলি অ্যামব্রোস, শেন ওয়ার্নদের মতো বোলারকে মোকাবিলা করেছেন কখনো?

ইউটিউব চ্যানেলের একটি অনুষ্ঠানে দুজনের তুলনায় সাকলায়েনের মত, ‘যদি দুজনের মধ্যে একজনকে সেরা হিসেবে বেছে নিতে বলা হয়, সেটি শুধু আমি নই, পুরো ক্রিকেট দুনিয়া বলবে—শচীন টেন্ডুলকারের চেয়ে বড় আর কেউ নেই, হতে পারে না। কেউ যদি কোনো ক্রিকেটীয় শটের কপি বুক উদাহরণ দিতে যায়, তাহলে টেন্ডুলকারের শটের উদাহরণই আসবে। এ জমানার কিংবদন্তি বিরাট কোহলি, কোনো সন্দেহ নেই। কিন্তু টেন্ডুলকার তাঁর জমানায় ভয়ংকর সব বোলারকে সামলেছেন। ওই সময়ের বোলাররা একেকজন অন্য ধরনের ছিল। দুর্দান্ত সব বোলার ছিল। কোহলি কি ওয়াসিম আকরামকে সামলেছেন? কার্টলি অ্যামব্রোস বা কোর্টনি ওয়ালশকে! গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন কিংবা মুত্তিয়া মুরালিধরন? এরা সবাই বিশ্বসেরা বোলার। চতুর ধরনের বোলার। এখন দুই ধরনের বোলার আছে। একধরনের বোলার আপনাকে ফাঁদে ফেলবে, আরেক ধরনের বোলার আপনার উইকেট নেবে। যে নামগুলো বললাম, তারা দুটিই করতে পারত!’

হালে শুধু টেন্ডুলকার-কোহলির মধ্যেই নয়, তুলনা চলে কোহলি আর পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের মধ্যেও। সাকলায়েন এসব তুলনায় যেতে চান না। তিনি মনে করেন, কোহলি আর বাবর দুজন ভিন্ন ধরনের ব্যাটসম্যান। তবে একটা জায়গায় বাবরকে কিছুটা এগিয়ে রাখতে চান সাকলায়েন, ‘দুজন ভিন্ন ধরনের দুই ব্যাটসম্যান। দুজনই দারুণ ক্রিকেটার—কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জায়গায় বাবর কিছুটা এগিয়ে। সেটি শটের সৌন্দর্যে। বাবরের কভার ড্রাইভ দেখতে কিন্তু খুব ভালো লাগে।’