‘রোহিত শর্মা কোথায়’

আইপিএলের অফিশিয়াল টুইটারে ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশনে ছিলেন না রোহিত শর্মাছবি: টুইটার

আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল। এর আগে আজ টুর্নামেন্টের ট্রফি নিয়ে ফটোসেশন হয়েছে সব দলের অধিনায়কের। কিন্তু সব দলের অধিনায়ক আর কোথায় ছিলেন? আইপিএলের অফিশিয়াল টুইটারে ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশনের ছবি দেওয়া হয়েছে। সেখানে ১০ দলের মধ্যে আছেন ৯ দলের অধিনায়ক। ছবিতে নেই মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা।

অধিনায়কদের ফটোসেশনের এ ছবি দেখে টুইটারে সমালোচনায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ককে ছবিতে না দেখে অনেকেই প্রশ্ন করেছেন, ‘রোহিত শর্মা কোথায়?’ কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘রোহিত শর্মা কি আইপিএলের চেয়ে বড়?’

আরও পড়ুন
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা
ছবি: আইপিএল

রোহিত শর্মা ছবিতে নেই কেন, সেই কারণ উদ্‌ঘাটনেরও চেষ্টা করেছেন কেউ কেউ। অনেকে মজা করে লিখেছেন, ‘তাঁর হয়তো পেটের সমস্যা দেখা দিয়েছে।’ কেউ আবার এই বলে খোঁচা দিয়েছেন, ‘অধিনায়ক হিসেবে পাঁচটি ট্রফি জেতা রোহিত শর্মাকে ফাইনালে ঠিকই দেখা যাবে।’

রোহিতের ভক্তরা অবশ্য তাঁকে ছাড়াই ট্রফি নিয়ে ছবি তুলে ফেলাটাকে দেখছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কের ‘অপমান’ হিসেবে। কিন্তু তাঁকে নিয়ে মজা করা লোকেরা থেমে যাননি এতে। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আমার তো মনে হয়, এ ছবির ক্যামেরাম্যান ছিলেন রোহিত। এ কারণেই তাঁকে ছবিতে দেখা যাচ্ছে না।’

আরও পড়ুন

অন্য আরেকজন লিখেছেন, ‘১০ নম্বর দলের অধিনায়ককে এখানে নিমন্ত্রণ করা হয়নি।’ এক রোহিত–ভক্ত তাঁর জেতা পাঁচটি ট্রফির সামনে প্রিয় তারকার ছবি জুড়ে দিয়ে লিখেছেন, ‘যারা জিতবে, তাদের সঙ্গে ফাইনালেই দেখা হবে সবচেয়ে সফল অধিনায়কের।’

আরও পড়ুন