সালমা-রুমানাদের ছাড়াই শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ

রুমানা আহমেদ ও সালমা খাতুনকে ছাড়াই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করেছে বিসিবিছবি: টুইটার

সাবেক দুই অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই শ্রীলঙ্কা সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিবি। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণের জন্য সমন্বিত একটি দলই ঘোষণা করেছে বিসিবি, যেটি ১৬ সদস্যের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এ সংস্করণে খেলেছিল বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই সংস্করণের ওই দুটি দল থেকে এবার সালমা ছাড়াও নেই মারুফা আক্তার, রুমানা আহমেদ ও শারমিন আক্তার। সালমা ও রুমানা দুজনই এক সময় বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন।

তাঁদের বাদ পড়া প্রসঙ্গে নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেছেন বিশ্রামের কথা, ‘এ সফরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবহাওয়া ও কন্ডিশন। সেটির কথা ভেবেই দল গড়া। কিছু উঠতি তারকাকে নিয়েছি, যারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করেছে। কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছি। এ বছর বেশ কিছু সিরিজ খেলব আমরা দেশে ও দেশের বাইরে। একই সঙ্গে শ্রীলঙ্কায় ফিটনেস বড় ভূমিকা রাখবে। সব মিলিয়েই আসলে দল ঘোষণা করা।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
আইসিসি

এবার দলে নতুন মুখ সুলতানা খাতুন। এবার হয়ে যাওয়া নারী বিসিএলের প্রথম সংস্করণে টিম যমুনার হয়ে খেলেছেন এ অলরাউন্ডার। ২ ম্যাচে ৩ ইনিংস ব্যাটিং করে তিনি করেন ৮৯ রান, সঙ্গে নিয়েছেন ১টি উইকেট। দলে আছেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক দিশা বিশ্বাস, স্বর্ণা আক্তার। স্বর্ণা অবশ্য সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই জাতীয় দলে অভিষেক করে ফেলেছেন।

আরও পড়ুন

শ্রীলঙ্কার উদ্দেশে আগামী ২৫ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ দল। ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে, সিরিজের পরের দুটি ম্যাচ আগামী ২ ও ৪ মে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ মে আর ১১ ও ১২ মে পরের দুটি ম্যাচ। দুটি সিরিজের আগেই একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে নিগার সুলতানার দল।

নারী চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত একটি সিরিজই খেলেছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে তালিকায় আট নম্বরে আছে তারা।

শ্রীলঙ্কা সফরের দল
নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন

আরও পড়ুন