কোহলি বললেন, গম্ভীরের সঙ্গে আলিঙ্গন করতে দেখে মানুষ হতাশ

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরএএফপি

বারুদ এবার জ্বলেনি, বরং নিভে গেছে। বলা হচ্ছে বিরাট কোহলি-গৌতম গম্ভীর জুটির কথা। ভারতের হয়ে বিশ্বকাপ জেতা দুই ক্রিকেটার প্রায়ই বিবাদে জড়ান। গত আইপিএলে যা চরম মাত্রায় পৌঁছানোয় ম্যাচ ফির শতভাগ জরিমানাও হয়। অনেকেই দেখার অপেক্ষায় ছিলেন এবার সেই বিবাদ কোন পর্যায়ে যায়।

কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্স ম্যাচে এবার বিবাদের ছিটেফোঁটাও দেখা যায়নি। বরং দেখা হওয়ার পর কোহলি এগিয়ে গেলে গম্ভীর তাঁকে বুকে জড়িয়ে নেন। এমন সৌহার্দ্যপূর্ণ দৃশ্য অনেকেরই পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন কোহলি। বেঙ্গালুরুর ব্যাটিং তারকা বলেছেন, গম্ভীরের সঙ্গে তাঁর আলিঙ্গন দেখে অনেকেই হতাশ হয়েছেন।

কোহলি তাঁর বক্তব্যে কারও নাম নেননি। তবে অনেকেই যে কোহলি-গম্ভীরের মধ্যে কোলাকুলি আশা করেননি, সেটা ঘটনার পূর্বাপরে স্পষ্ট। কলকাতার পরামর্শকের দায়িত্বে থাকা গম্ভীরের সঙ্গে কোহলির দেখা হয় গত ২৯ মার্চ। এর আগের দিনই কোহলি-গম্ভীরের ‘বৈরিতা’র নতুন অধ্যায় দেখার অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ। স্টার স্পোর্টসে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘দেখার মতো একটা লড়াই হবে। এই লড়াইটা (আগের চেয়ে) ভিন্ন কিছু হবে না! এটার জন্য অপেক্ষা করছি।’ একই অনুষ্ঠানে কোহলি-গম্ভীরের বাউন্ডারি লাইনের ম্যাচ-আপ দেখার অপেক্ষার কথা জানান সাবেক ভারতীয় ক্রিকেটার বরুণ অরুণও।

আরও একবার আইপিএলে মুখোমুখি বিরাট কোহলি ও গৌতম গম্ভীর
বিসিসিআই

এমনকি ম্যাচের টাইমড আউটের সময় গম্ভীর মাঠে নামার পর কোহলির সঙ্গে তাঁর আলিঙ্গন দেখে ধারাভাষ্যে মজা করেন সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রীর মতো দুই কিংবদন্তিও। সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী প্রথমে মজা করে গম্ভীর ও কোহলিকে ‘ফেয়ার-প্লে’ পুরস্কার দেওয়ার কথা বলেন। এ কথা শুনে গাভাস্কার বলেন, ‘শুধু ফেয়ারপ্লে পুরস্কার না, দুজনকে অস্কার দেওয়া উচিত।’

আরও পড়ুন

এশিয়ান পেইন্টসের এক অনুষ্ঠানে নিয়ে গম্ভীরের সঙ্গে বহুল আলোচিত রসায়ন নিয়ে কথা বলেন কোহলি। বেঙ্গালুরু তারকা বলেন, ‘কিছু মানুষ আমার আচরণে খুব হতাশ। নাভিন উল হকের সঙ্গে আলিঙ্গন করলাম, ওই দিন গৌতি ভাই (গৌতম গম্ভীর) এসে আমাকে জড়িয়ে ধরলেন। বিদ্রূপ করার জন্য মসলা এখানে ‘নাই’ হয়ে গেল। আমরা আর বাচ্চা নই।’

কোহলি কথা বলেছেন ভারতীয় দলের আরেক জুটি শুবমান গিল ও ঈশান কিষানকে নিয়েও। দুই তরুণ ক্রিকেটার জাতীয় দলে থাকাবস্থায় সব সময় একসঙ্গে থাকে, সেটা জানাতে গিয়ে কোহলি বলেন, ‘খুব মজা হয়। সীতা আর গীতা (কিষান ও গিল)। আমি জানি না ওদের মধ্যে কী আছে। কিন্তু সফরে গেলে এদেরকে আমি একা দেখি না। আমরা খেতে গেলেও ওরা একসঙ্গে আসে। যখন আলোচনা হয়, তখনো একসঙ্গে থাকে। ওদের কাউকে আমি একা দেখিনি। তারা খুব ভালো বন্ধু।’

আরও পড়ুন