আইপিএলে খেলা হচ্ছে না, কবে ফিরতে পারবেন বেয়ারস্টো

ছবিটি পুরোনো। জনি বেয়ারস্টো এখন দৌড়াতে পারছেন। মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেনছবি: ইনস্টাগ্রাম

গত সেপ্টেম্বরে গলফ খেলতে গিয়ে সেই যে পা ভেঙে গিয়েছিল জনি বেয়ারস্টোর, সেটি এখনো তাঁকে মাঠে ফিরতে দেয়নি। পরের মাসে অস্ত্রোপচারের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল, ২০২২ সালে আর মাঠে নামা হচ্ছে না বেয়ারস্টোর

২০২৩ সালের প্রায় এক–চতুর্থাংশ কেটে যাওয়ার পরও ফেরা হয়নি। বড় দুটি সিরিজ মিস করেছেন এর মধ্যে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি, আসতে পারেননি বাংলাদেশেও। ব্রিটিশ সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, এ বছর আইপিএলেও সম্ভবত খেলা হচ্ছে না বেয়ারস্টোর।

আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। ফাইনাল হবে ২৮ মে। আর ১৬ জুন ইংল্যান্ডে শুরু হবে অ্যাশেজ সিরিজ। বেয়ারস্টো পুরোপুরি ফিট হয়ে অ্যাশেজে নামা নিশ্চিত করতেই আইপিএলে খেলবেন না। এর আগে কাউন্টিতে নিজের দল ইয়র্কশায়ারের হয়েই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। এরই মধ্যে নেটে ব্যাটিং করতে শুরু করেছেন।

১ জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-আয়ারল্যান্ড টেস্ট দিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন। এর আগে নিশ্চয়ই কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলে নিজেকে একটু ঝালাই করে নেবেন। আইপিএল নিলামে পৌনে ৭ কোটি রুপি দিয়ে বেয়ারস্টোকে দলে টানা পাঞ্জাব কিংসকে এখন তাই বিকল্প খুঁজতে হবে। আইপিএলে এবারের নিলামে যেসব খেলোয়াড় বিক্রি হয়নি, তাঁদের ভেতর থেকে বিদেশি কোটায় বেয়ারস্টোর বিকল্প নিতে হবে পাঞ্জাব কিংসকে।

গত ২ সেপ্টেম্বর গলফ খেলতে গিয়ে পা হড়কে পড়ে যান বেয়ারস্টো। তাঁর পায়ের তিনটি জায়গায় ভেঙে যায় এবং অ্যাঙ্কেলও স্থানচ্যুত হয়। এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে ঘোষিত ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নাম ছিল বেয়ারস্টোর। ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বেয়ারস্টোর দুঃখটা নিশ্চয়ই আরও বেড়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

গত ডিসেম্বরে ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছিলেন, পুরোপুরি ফিট হলেই দলে ফিরতে পারবেন বেয়ারস্টো। তবে সে কাজটি করতে গিয়ে ম্যাককালাম ও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে মধুর সমস্যায় পড়তে হতে পারে। গত মৌসুমে সেই চোটের আগে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে মোট ৫ ইনিংস মিলিয়ে ৪ সেঞ্চুরি করেছিলেন বেয়ারস্টো।

তাঁর শূন্যস্থানে সুযোগ পাওয়া ইয়র্কশায়ারেরই ব্যাটসম্যান হ্যারি ব্রুকও কম যাচ্ছেন না। বেয়ারস্টো চোট পাওয়ার পর গত সেপ্টেম্বরে ইংল্যান্ড টেস্ট দলে অভিষিক্ত ব্রুক এরই মধ্যে ৬ টেস্টে ৪ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাই বেয়ারস্টো দলে ফিরলে ‘বেয়ারস্টো না ব্রুকস’ এই সিদ্ধান্ত নিতে হতে পারে স্টোকস-ম্যাককালামকে। দুজনকেই হয়তো খেলাতে চাইবেন তাঁরা। সে ক্ষেত্রে ৫ নম্বরে কে ব্যাট করবেন, তা একটা প্রশ্ন বটে।

আরও পড়ুন