নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের নিয়োগ খেলোয়াড় থেকে শুরু করে সবার জন্যই ভালো হবে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। এর আগে একবার কাজ করে গেছেন তিনি। এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত বলে হাথুরুসিংহে বাড়তি সুবিধা পাবেন বলেও মনে করেন এ অলরাউন্ডার।

২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে যাওয়া হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে ফিরিয়ে এনেছে বিসিবি। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে সাকিব আল হাসানকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে মন্তব্য করতে রাজি হননি। এদিকে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, জাতীয় দলের ড্রেসিংরুমে কাজ করে কতটা স্বস্তি পাবেন এই শ্রীলঙ্কান, সে প্রশ্ন থেকেই যায়

হাথুরুসিংহেকে নিয়ে অবশ্য ইতিবাচকই মিরাজ। বিপিএলে এবার ফরচুন বরিশালের হয়ে খেলছেন এ অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজিটির এক অনুষ্ঠানে আজ হাথুরুসিংহেকে নিয়ে মিরাজ বলেন, ‘আমার অভিষেকের সময় হাথুরুসিংহে কোচ ছিলেন। বাংলাদেশের সবকিছুই তিনি জানেন। প্রত্যেক খেলোয়াড়কে চেনেন, পরিবেশ-পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত। কোন জায়গায় উন্নতি করতে হবে, কোন জায়গা নিয়ে কাজ করতে হবে, এটা নতুন কোনো কোচের জন্য চিন্তা করা কঠিন। তাঁর এই সমস্যা থাকবে না।’

আরও পড়ুন

হাথুরু ফেরায় তাঁরা তিনজন যা বললেন

মিরাজের মতো হাথুরুসিংহের সময়েই অভিষেক হয়েছিল মোস্তাফিজুর রহমানেরও। একেবারেই নতুন কয়েকজনকে ছাড়া জাতীয় দলের অনেকের সঙ্গেই আগে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। মিরাজ বলছেন, সেটি কাজে দেবে বাংলাদেশের নতুন প্রধান কোচের, ‘তিনি সবাইকে নিয়ে আগে কাজ করেছেন। কাকে নিয়ে কী করতে হবে, তিনি এটা ভালো জানেন। তাই খেলোয়াড় থেকে শুরু করে সবার জন্যই এটা ভালো কাজ করবে।’

হাথুরুসিংহের সময়েই অভিষেক হয় মিরাজ-মোস্তাফিজের
শামসুল হক

হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ। আগামী ১ মার্চ শুরু হতে যাওয়া সিরিজের আগে অবশ্য মিরাজরা ব্যস্ত বিপিএল নিয়ে। সেখানে তাঁর দল বরিশাল আগেই নিশ্চিত করেছে প্লে-অফ। আগামীকাল শুরু হতে যাওয়া বিপিএলের শেষ ভাগে তাদের লড়াই মূলত শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করা।

আরও পড়ুন

কেমন ছিল হাথুরুসিংহের ‘প্রথম ইনিংস’

সর্বশেষ ম্যাচে ঢাকা ডমিনেটরসের কাছে হারলেও মিরাজ আশাবাদী, ‘প্রত্যেক ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষ ম্যাচে হেরেছি। এখনো আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এখনো শীর্ষ দুইয়ে আছি। পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সামনের তিনটি ম্যাচই জিততে পারলে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করতে পারব। সে ক্ষেত্রে সুযোগ পাওয়া যায় বেশি।’

আগামীকাল দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালদের খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সাকিব-মিরাজদের বরিশাল।