হাথুরুসিংহেকে নিয়ে সাকিবের ‘নো কমেন্ট’

বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহেশামসুল হক

দুপুরেই খবরটা ছড়িয়ে গেছে। চন্ডিকা হাথুরুসিংহে এখন আর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ নন। সে চাকরি তিনি ছেড়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে ফিরবেন বলে। এদিকে আজ বিসিবির একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে, হাথুরুসিংহের বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। দুই বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব নেবেন হাথুরুসিংহে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই লঙ্কান কোচ।

এই খবরের সূত্র ধরেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বিপিএলে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচের সময়ও আলোচনায় ছিলেন হাথুরু। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁকেও প্রশ্ন করা হয়, আবার হাথুরুসিংহের ফেরাটাকে তিনি কীভাবে দেখছেন। উত্তরে সাকিব কোনো মন্তব্য করতে চাননি। সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাকিব শুধু বলেছেন, ‘নো কমেন্টস।’ তাঁর সঙ্গে আবার কাজ করার অভিজ্ঞতার ব্যাপারে জানতে চাইলে সাকিবের উত্তর, ‘ঠিক আছে (হাসি)।’

দুই বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব নেবেন হাথুরুসিংহে
বিসিবি

টানা জিততে থাকা বরিশাল আজ ঢাকাকে হারালেই বিপিএলের প্লে-অফ নিশ্চিত হয়ে যেত। কিন্তু ম্যাচটা হেরে যাওয়ায় এখন সাকিবদের পরের ম্যাচের অপেক্ষায় থাকতে হবে। সাকিবও তাকিয়ে বিপিএলের ঢাকা পর্বের দিকে, ‘আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয়, এখান থেকে আমরা একটু পিছিয়ে পড়লাম। যে সুযোগ ছিল, তা হাতছাড়া করেছি। তারপরও আমাদের তিনটা ম্যাচ আছে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যদি টপ টু–তে কোয়ালিফাই করতে চাই। চেষ্টা থাকবে যেন ঢাকায় আমরা জয়ের ধারায় ফিরতে পারি।’

আরও পড়ুন

এবারের বিপিএলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছেন সাকিব। ৯ ম্যাচের ৮ ইনিংসে ব্যাট করে ৩১১ রান করেছেন। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে আছেন সাকিব। নিজের ব্যাটিং ফর্মটা উপভোগ করছেন সাকিবও, ‘যতটা বলছেন, আমার কাছে মনে হয় না এতটাও ভালো অবস্থায় আছি। কিন্তু হ্যাঁ, ভালো যাচ্ছিল। শেষ কয়েকটা ম্যাচ এত ভালো করতে পারিনি। আশা করছি, আবার ভালো ব্যাট করতে পারব। যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিলাম, শেষের দিকে এসেও যেন ওভাবে খেলতে পারি।’

আরও পড়ুন