‘হাথুরুসিংহে এখন আরও পরিণত, এলে খারাপ হবে না’

বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদছবি: প্রথম আলো

গতকালই আনুষ্ঠানিক ঘোষণায় বিসিবি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ডেভিড মুরকে ‘হেড অব প্রোগ্রামস’ নামে নতুন পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫৮ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান বাংলাদেশ জাতীয় দলকে সহায়তা করতে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি), বাংলাদেশ টাইগার্সের মতো প্রোগ্রামের পরিকল্পনা, কৌশল নির্ধারণ ও বাস্তবায়নে কাজ করবেন। একই সঙ্গে কোচদের ডেভেলপমেন্ট প্রোগ্রামও দেখার কথা এই অস্ট্রেলিয়ানের।

আরও পড়ুন
আরও পড়ুন

বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ নতুন পদে মুরকে দেখতে পেয়ে খুশি। এতে বাংলাদেশ ক্রিকেটের ভালো হবেই বলে বিশ্বাস তাঁর। মাহমুদ এখন বিপিএলে খুলনা টাইগার্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটারে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুর প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ডেভিড মুর এসেছে, এটা ভালো, কাজে লাগবে বলে বিশ্বাস করি। প্রোগ্রাম ডেভেলপমেন্টের চিফ হিসেবে এসেছেন। ওনার মতো অভিজ্ঞ একজনকে বিসিবির সঙ্গে যুক্ত করা অবশ্যই দলকে সাহায্য করবে।’

নতুন পদ সৃষ্টি করে ডেভিড মুরকে সেখানে বসালেও জাতীয় দলের প্রধান কোচের পদটা ফাঁকা পড়ে আছে রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পর থেকে। সে পদে চন্ডিকা হাথুরুসিংহেই ফিরছেন, প্রায় নিশ্চিত হয়ে গেছে সেটি। বছর পাঁচেক আগে যে দায়িত্বটা তিনি নিজেই ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, আবার সে দায়িত্বেই এই শ্রীলঙ্কান কোচকে দেখা যাবে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে আবারও ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে
ফাইল ছবি: শামসুল হক

হাথুরুসিংহের সঙ্গে এর আগে কাজ করার অভিজ্ঞতা যেহেতু আছে, আজ মাহমুদও এ ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হয়েছেন। দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহের বাংলাদেশে আসা দলের জন্য ভালো হবে কি না, এমন প্রশ্নের উত্তরে মাহমুদ বলেছেন, ‘হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত না। তবে সে এলে ভালো, সে এখানে কাজ করেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে তার অধীনে। আমার বিশ্বাস সে-ও এখন আরও পরিণত, আমাদের জন্য ভালো হবে। সে দ্বিতীয়বার এলে খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানে, বুঝে। ওর অভিজ্ঞতা এখন অনেক সত্যি বলতে গেলে।’

আরও পড়ুন
আরও পড়ুন

এদিকে বিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করা শ্রীধরন শ্রীরামকেও কোচিং স্টাফে রাখতে চায়। মাহমুদও ইঙ্গিত দিয়েছেন তেমনই, ‘বিসিবিতে আমরা চিন্তা করি বাংলাদেশ ক্রিকেটের জন্য কে ভালো হবে। সেটা যদি হাথুরু হয় বা শ্রীরাম হয়, বা যে কেউ হোক না কেন, বা দুজন হয় সেটাও ভালো, তিনজন হলেও ভালো। যেটা দেশের জন্য, দলের জন্য ভালো, সেটা চিন্তা করব। যে আসে সে যেন দেশকে সার্ভিস দিতে পারে। লম্বা সময় যেন কোচিং করাতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।’

শ্রীধরন শ্রীরাম
ছবি: প্রথম আলো

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ সিরিজে দলের সঙ্গে ছিলেন না বিসিবির পরিচালকের পাশাপাশি জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা মাহমুদ। পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন। নতুন প্রধান কোচ এলেও তাঁকে এ দায়িত্বে দেখা যাবে কি না, সে প্রশ্নের জবাব সরাসরি দেননি মাহমুদ, ‘এটা সময়ই বলবে। বর্তমানে আমি নেই, গত সিরিজে আমি ছিলাম না এমনিতেও। জানি না। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’