স্টোকসের কারণে বাদ পড়ায় ব্রুকের কোনো অভিযোগ নেই

ইংল্যান্ডের নতুন তারকা হ্যারি ব্রুকছবি: টু্ইটার

দুর্ভাগাই বলতে হবে! যথেষ্ট সুযোগ না পেয়েই ওয়ানডে দল থেকে বাদ পড়তে হলো হ্যারি ব্রুককে। মিডল অর্ডারে স্টোকসের ফেরা, ভারতের কন্ডিশনে জো রুটের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে ইংলিশরা।

সেই হিসাব-নিকাশ করতে গিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দিতে হয়েছে ইংল্যান্ডের নতুন তারকা ব্রুককে। ইংল্যান্ড ক্রিকেট দলের নির্বাচকদের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। দল থেকে বাদ পড়ে ব্রুকও হতাশ, তবে অবসর ভেঙে দলে ফেরা ক্রিকেটারের নামটা স্টোকস বলে কোনো অভিযোগ নেই ব্রুকের।

আরও পড়ুন

ব্রুক এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন ৩টি। চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক তাঁর। অভিষেক ম্যাচে কোনো রানে না করে ফিরলেও পরের ম্যাচে খেলেছিলেন ৮০ রানের ইনিংস।

ব্রুক এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন ৩টি
ফাইল ছবি: এএফপি

সিরিজের তৃতীয় ম্যাচেও এক অঙ্কের ঘরে ফিরেছিলেন ব্রুক। তবে অন্য দুই সংস্করণে দুর্দান্ত খেলা ব্রুক স্বাভাবিকভাবেই ওয়ানডে দলে আরও সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন। স্টোকস দলে ফেরায় বদলে যায় সব হিসাব–নিকাশ। তাই আপাতত ওয়ানডে দলের বাইরেই থাকতে হচ্ছে ব্রুককে।

অবসর ভেঙে স্টোকসের ফেরা আর ব্রুকের বাদ পড়া নিয়ে তিনি বলেছেন, ‘স্টোকস সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার, তাকে নিয়ে তো অভিযোগ করতে পারব না, পারব কি? অবশ্যই এটা হতাশার। কিন্তু এটা নিয়ে তো আমি কিছু করতে পারব না। সামনে তাকাতে হবে।’

স্টোকস ফিরলে যে বাদ পড়তে পারেন, সেই ইঙ্গিত আগেই টিম ম্যানেজমেন্টের কাছ থেকে পেয়েছিলেন ব্রুক, ‘বাদ পড়া নিয়ে আর ভাবতে চাইছি না। কোচ (ম্যাথু মট) ও অধিনায়কের (জস বাটলার) সঙ্গে খুব বেশি কথা হয়নি। তাঁরা বলেছিলেন, স্টোকসি ফিরলে আমি সম্ভবত এবার দলে জায়গা পাব না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওয়ানডে দলে জায়গা না পাওয়া ব্রক ভারত বিশ্বকাপের পরিকল্পনায় আদৌ আছেন কি না, বলা মুশকিল। যদিও বিশ্বকাপের প্রাথমিক দল এখনো ঘোষণা করেনি ইসিবি।

আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে হবে, চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে অতিমানবীয় কিছু করলেই হয়তো মিলতে পারে ভারতের যাওয়ার টিকিট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ৮ সেপ্টেম্বর, কার্ডিফে। পরের তিনটি ম্যাচ ১০, ১৩ ও ১৫ সেপ্টেম্বর যথাক্রমে সাউদাম্পটন, ওভাল ও লর্ডসে।

আরও পড়ুন