সঞ্জু স্যামসনের ১২ লাখ রুপি জরিমানা

দুর্দান্ত একটি ইনিংস খেলার পরও দলকে জেতাতে পারেননি সঞ্জু স্যামসন। ম্যাচ শেষে যোগ হয়েছে জরিমানার হতাশাওএএফপি

আইপিএলে সর্বশেষ টানা চার ম্যাচ জিতে হাওয়ায় উড়ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু কাল গুজরাট টাইটানসের কাছে হেরে জয়যাত্রায় ছেদ পড়েছে তাদের। হারের সঙ্গে আরও একটি হতাশার খবর পেয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। স্লো ওভার রেটের কারণে তাঁকে জরিমানা গুনতে হবে ১২ লাখ রুপি!

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘জয়পুরে গুজরাট টাইটানসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি পাচ্ছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’

আরও পড়ুন

জয়পুরে কাল শেষ বলে গড়ানো দারুণ জমজমাট ম্যাচে স্যামসনের রাজস্থানকে ৩ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটানস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান তোলে রাজস্থান। ৩ চার ও ৫ ছয়ে ৪৮ বলে দলীয় সর্বোচ্চ ৭৬ রান করেন রিয়ান পরাগ। স্যামসন ৭ চার ও ২ ছয়ে ৩৮ বলে করেন অপরাজিত ৬৮ রান।

জবাবে ৪৪ বলে ৬ চার ও ২ ছয়ে শুবমান গিলের ৭২ রানের ইনিংসে ভর করে জয় পেয়েছে গুজরাট। দলকে জেতাতে আবেশ খানের করা শেষ বলে ৪ মেরেছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। শেষ বলে জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ছিল ২ রান।