রেকর্ডটা ছিল বাবরের, এখন কোহলির

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭০ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি।এএফপি

বিরাট কোহলির ‘চেজ মাস্টার’ হিসেবে খ্যাতি আছে। রান তাড়ায় ভারতের সাবেক অধিনায়ক বেশ পারদর্শী।

তবে কোহলি আজ আগে ব্যাটিংয়েও নতুন একটি রেকর্ড গড়েছেন, যে রেকর্ডটা ছিল পাকিস্তানের বাবর আজমের।

স্বীকৃত টি–টোয়েন্টিতে আগে ব্যাট করে সবচেয়ে বেশি ৫০‍+ ইনিংস এখন কোহলির—৬২টি। পেছনে পড়ে গেছে বাবরের ৬১।

কোহলির টি–টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়ার দিনে জয়ও পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু রাজস্থান রয়্যালসকে হারিয়েছে ১১ রানে। এবারের আইপিএলে ঘরের মাঠে এটি বেঙ্গালুরুর প্রথম জয়।

চলতি মৌসুমে ঘরের মাঠে আগের তিনটি ম্যাচে হারা বেঙ্গালুরু আজ প্রথমে ব্যাট করে তোলে ৫ উইকেটে ২০৫ রান। ফিল সল্ট ও কোহলির উদ্বোধনী জুটিতে ৬১ রান ওঠার পর দ্বিতীয় উইকেটে দেবদূত পাডিক্কালকে নিয়ে আরও ৯৫ রানের জুটি গড়েন কোহলি।

ফিফটি করেন দুজনই। পাডিক্কাল করেন ২৭ বলে ৫০, কোহলি ৪২ বলে ৭০। ৩২তম বলে ফিফটি ছুঁয়ে কোহলি আগে ব্যাটিংয়ে নতুন রেকর্ড গড়েন।

ফ্র্যাঞ্চাইজি লিগ, আন্তর্জাতিকসহ সব ধরনের স্বীকৃত টি–টোয়েন্টি মিলিয়ে কোহলির পঞ্চাশ‍ের বেশি ইনিংস ৬২। তালিকায় পরের দিকে বাবর (৬১), ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫) ও জস বাটলার (৫২)।

টি–টোয়েন্টির আরেকটি রেকর্ড এখন শুধুই কোহলির।
এএফপি

রান তাড়ায় যশস্বী জয়সোয়ালের ঝোড়ো ব্যাটিংয়ে ভালো শুরুই করেছিল রাজস্থান। জয়সোয়াল ১৯ বলে ৪৯ রান করে ফেরার পর ধ্রুব জুরেল দলকে জয়ের দিকে নিয়ে যান। তবে ১৯তম ওভারে জুরেল ৩৪ বলে ৪৭ রান করে আউট হলে খেই হারিয়ে ফেলে দলটি।

শেষ ১২ বলে ৫ উইকেট হাতে রেখে ১৮ রান দরকার থাকলেও সেটি রাজস্থান নিতে পারেনি। শেষ দুই ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৬ রান যোগ করতে পারে দলটি।

আরও পড়ুন