অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশের খেলা কবে, টুর্নামেন্টের ফরম্যাট কেমন

আজ দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআইসিসি

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গৌরবের অধ্যায়টা লেখা হয়েছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পচেফস্ট্রুমের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্ব জয় করেছিলেন বাংলাদেশের উনিশেরা। চার বছর পর সেই দক্ষিণ আফ্রিকাতেই আজ আবার মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট।

প্রাথমিকভাবে এবারের আসর হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরিকল্পনাও স্বাভাবিকভাবে ছিল সেখানকার কন্ডিশন ঘিরেই। তবে বোর্ডে সরকারি হস্তক্ষেপে শ্রীলঙ্কার বোর্ডকে আইসিসি নিষিদ্ধ করার পর এটি নিয়ে যাওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। ফলে সর্বশেষ তিনবারের মধ্যে দ্বিতীয়বার সেখানে হচ্ছে এ টুর্নামেন্ট।

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪

এমনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয় দুই বছর পরপর। ২০২০ সালে জেতা ট্রফিটা ২০২২ সালে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। গতবার ভারতের কাছে হেরেই কোয়ার্টার ফাইনালে থামে বাংলাদেশের যাত্রা। এবার সেই ভারত বাংলাদেশের গ্রুপেই। আগামীকাল ব্লুমফন্টেইনে প্রথম ম্যাচে প্রতিপক্ষও ভারত। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

১৬ দলের বিশ্বকাপে আজ উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ব্লুমফন্টেইনে আরেক ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

ফরম্যাট
৫০ ওভারের এ টুর্নামেন্টে আছে ১৬টি দল, তারা খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের শীর্ষ ৩টি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখানে তারা খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র

গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড

গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া

গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেপাল

সুপার সিক্সের দুই গ্রুপের একটিতে থাকবে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো। অন্য গ্রুপে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দল।

'তবে সুপার সিক্সে প্রথম পর্বে একই গ্রুপে থাকা দলগুলো পরস্পরের সঙ্গে খেলবে না। মানে যদি বাংলাদেশ পরের রাউন্ডে যায়, তাহলে ভারত, আয়ারল্যান্ড বা যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা হবে না। তারা খেলবে ‘ডি’ গ্রুপ থেকে দলগুলোর সঙ্গে।

সুপার সিক্সে একই গ্রুপে থাকা দলগুলোর সঙ্গে খেলা না হলেও প্রথম পর্বে তাদের সঙ্গে ম্যাচে পাওয়া পয়েন্ট যোগ হবে ঠিকই। মানে ধরা যাক, বাংলাদেশ প্রথম রাউন্ডে ভারত ও আয়ারল্যান্ডকে হারিয়ে উঠল, কিন্তু হেরে গেল যুক্তরাষ্ট্রের সঙ্গে। সুপার সিক্সে বাংলাদেশের সঙ্গী হলো ভারত ও যুক্তরাষ্ট্রই। সে ক্ষেত্রে সুপার সিক্সে বাংলাদেশের সঙ্গে শুধু একটি জয় থেকে পাওয়া পয়েন্ট থাকবে।

সুপার সিক্সের দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে। আগামী ১১ ফেব্রুয়ারি হবে ফাইনাল।