মোস্তাফিজের ‘বাদ পড়া’ আর হৃদয়কে নিয়ে যে হতাশার কথা বললেন হাথুরুসিংহে

মোস্তাফিজুর রহমান। কাল উইকেট নেওয়ার পরছবি: এএফপি

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচটা খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে সে ম্যাচে মাত্র ১৬৪ তুলেই অলআউট হয়েছিল বাংলাদেশ। মাত্র ৩ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি। শ্রীলঙ্কার ইনিংসে ২০তম ওভারের পর মোস্তাফিজকে আর বোলিংয়ে আনেননি অধিনায়ক সাকিব আল হাসান। এরপর মাঝে ৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু একাদশে সুযোগ হয়নি মোস্তাফিজের। প্রশ্নটা তাই উঠেছিল, তবে কি মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে?

আরও পড়ুন

ভুলটা ভেঙেছে গতকাল এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচেই। মোস্তাফিজ শুধু একাদশেই ছিলেন না, ৮ ওভারে ৫০ রানে গুরুত্বপূর্ণ ৩টি উইকেটও নেন। বিশেষ করে ৪৯তম ওভারটির কথা না বললেই নয়। হাতে ৩ উইকেট নিয়ে শেষ দুই ওভারে ১৭ রান দরকার ছিল ভারতের।

৩২ বলে ৩৮ রানে অপরাজিত থাকা ভারতের স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল ততক্ষণে বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন। মোস্তাফিজ সে ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট-শার্দূল ঠাকুর ও অক্ষর প্যাটেল। শেষ দিকে স্নায়ুর লড়াইয়ে মানসিকভাবে এই ওভার শেষেই অনেকটা এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। পরে ৬ রানের জয়ও তুলে নেয়।

ভারতের ইনিংসে শেষ দিকে ভালো বল করেন মোস্তাফিজ
ছবি: এএফপি

জয়ের পর সংবাদ সম্মেলনে মোস্তাফিজ প্রসঙ্গে ভুল ধারণাটা ভেঙে দেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের এই কোচ বলেছেন, সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতেই মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছিল, ‘মোস্তাফিজকে কখনো বাদ দেওয়া হয়েছিল, বিষয়টা তা নয়। আমরা চেষ্টা করছি সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে। তাকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার তো মোস্তাফিজই। আমরা জানি মোস্তাফিজ কী করতে পারে, এ ম্যাচে সে সেটাও করে দেখিয়েছে।’

আরও পড়ুন

তবে হাথুরুসিংহে একজনের পারফরম্যান্সে একটু হতাশ। বাংলাদেশের ইনিংসে তিনি আবার ফিফটিও পেয়েছেন। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে তুলেছেন ১১৫ বলে ১০১ রান। শেষ পর্যন্ত ৮১ বলে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন। হাথুরুসিংহের হতাশাটা ঠিক এখানেই। তাওহিদ হৃদয় যে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন!

৪২তম ওভারে মোহাম্মদ শামির অফ স্টাম্পের বাইরে করা খাটো লেংথের বলটি স্কয়ার লেগের ওপর দিয়ে পুল করে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন তাওহিদ হৃদয়। ছয়ে নামা এই ব্যাটসম্যান এ বছর মার্চে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই রানের মধ্যে আছেন। খেলার মধ্যেও আছে পরিণত বোধ।

ফিফটি পেলেও ইনিংস বড় করতে পারেননি তাওহিদ হৃদয়
ছবি: এএফপি

কিন্তু গতকাল রাতের আউটটির সঙ্গে সেই হৃদয়কে মেলানো কঠিন। তবে দল জেতায় হাথুরুসিংহে নিজের হতাশাটা প্রকাশ করেছেন মজার ছলে, ‘হৃদয় নিজের দায়িত্ব ও খেলা সম্পর্কে সচেতন। অভিষেকের পর থেকেই সে রান করছে। সত্যি বলতে আমি আজ (গতকাল) তাকে নিয়ে একটু হতাশ (হেসে)। কারণ, ফিফটির পর ও উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। সে আমাদের আরও রান এনে দিতে পারত। তবে সে জানে, তার কী করণীয়, দলের জন্য কী কী করতে হবে।’

আরও পড়ুন