হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

চোটের কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না হাসারাঙ্গারছবি : টুইটার

অনেক ক্রিকেটপ্রেমী সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে লিখেছেন, কোন দেশের ক্রিকেট বোর্ড সবার শেষে বিশ্বকাপ দল দিতে পারে, এ নিয়ে বিসিবি আর এসএলসির মধ্যে প্রতিযোগিতা চলছে।

এই প্রতিযোগিতায় তাহলে বাংলাদেশই জিতে গেল! কারণ, শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) যে বিসিবির আগেই দল ঘোষণা করে ফেলল। আজ বিকেলে ঘোষিত ১৫ সদস্যের সেই দলে নেই ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সেরা খেলোয়াড় হাসারাঙ্গা গত মাসে টুর্নামেন্টের প্লে–অফ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। যে কারণে খেলতে পারেননি এশিয়া কাপেও।

২৬ বছর বয়সী অলরাউন্ডার এরপর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও আবার চোটে পড়েন। জানা গেছে, সেরে উঠতে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ লাগবে। আর অস্ত্রোপচার করাতে হলে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে ৩ মাস।

আরও পড়ুন

হাসারাঙ্গার চোটের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই মূলত বিশ্বকাপ দল দিতে দেরি করছিল এসএলসি। তাঁর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলেও সুসংবাদ দিতে পারেনি লঙ্কান বোর্ডের চিকিৎসা বিভাগ।

চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারবেন না শীর্ষ সারির পেসার দুষ্মন্ত চামিরাও। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ ফাইনাল খেলতে না পারা স্পিনার মহীশ তিকশানা এবং অন্য দুই পেসার লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কার ফেরা শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীদের কিছুটা স্বস্তি দিতে পারে।

আরও পড়ুন

ব্যাট হাতে এ বছর বাজে সময় পার করতে থাকা দাসুন শানাকার নেতৃত্ব ছাড়ার গুঞ্জন থাকলেও তাঁকেই অধিনায়ক হিসাবে রেখে দেওয়া হয়েছে। সহ–অধিনায়ক থাকছেন উইকেটকিপার–ব্যাটসম্যান কুশল মেন্ডিস। একমাত্র রিজার্ভ খেলোয়াড় হিসাবে দলের সঙ্গে যাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে।

তিকশানা, কুমারা ও মাদুশঙ্কাকে বিশ্বকাপ দলে জায়গা করে দিতে সরে যেতে হয়েছে শাহান আরাচ্চিগে, বিনুরা ফার্নান্ডো, প্রমোদ মাদুশানকে।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ–অধিনায়ক), কুশল পেরেরা, পাতুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, মহীশ তিকশানা, দুনিত ভেল্লালাগে, কাসুন রাজিতা, মাতিশা পাতিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।

রিজার্ভ : চামিকা করুণারত্নে।