টেস্ট হারার পর বুমরা পেলেন ডিমেরিট পয়েন্ট

ভারতের ফাস্ট বোলার যশপ্রীত বুমরাএএফপি

চার দিনে নাটকীয় সমাপ্তির হায়দরাবাদ টেস্ট হেরে যাওয়ার পর আরেকটি হতাশার খবর পেলেন ভারতের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। হায়দরাবাদ টেস্টে আইসিসির নিয়ম ভেঙে শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।

বুমরা নিয়ম ভেঙেছেন গতকাল, টেস্টের চতুর্থ দিনে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারে ওলি পোপ একটি রান নেওয়ার জন্য ছুটছিলেন। সে সময় বিধিবহির্ভূতভাবে পোপের সামনে গিয়ে দাঁড়ান বুমরা এবং পোপের সঙ্গে তাঁর ধাক্কাও লাগে।

আইসিসির নিয়মের ২.১২ ধারা ভেঙেছেন বুমরা। ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শকসহ অন্য কোনো লোকের সঙ্গে বিধিবহির্ভূত শারীরিক সংঘর্ষ এর অন্তর্ভুক্ত।

আরও পড়ুন

২৪ মাসের মধ্যে এটাই বুমরার প্রথম বিধিভঙ্গের ঘটনা। তাই তাঁকে ভর্ৎসনা দিয়েই ছেড়ে দিয়েছেন ম্যাচ রেফারি। কিন্তু একটি ডিমেরিট পয়েন্ট ঠিকই জমা হচ্ছে তাঁর। বুমরার বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ এনেছিলেন মাঠের দুই আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস এবং চতুর্থ আম্পায়ার রোহান পণ্ডিত।

পর্যায় ১-এর আইন ভঙ্গ করার সর্বোচ্চ শাস্তি সাধারণত আনুষ্ঠানিক ভর্ৎসনা, ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি বুমরা মেনে নিয়েছেন বলে এ বিষয়ে আর শুনানির প্রয়োজন পড়েনি।

আরও পড়ুন