রোহিতদের হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফছবি: ইনস্টাগ্রাম

ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করে ফাইনালে উঠেছে ভারত। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয়ের অপেক্ষায় সমগ্র ভারত। তারই অংশ হিসেবে রোহিত শর্মার দলের জন্য নানা দিক থেকে ভেসে আসছে শুভকামনার বার্তা। সেই ধারাবাহিকতায় ভারত জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

আরও পড়ুন

সম্প্রতি সালমান খানের সঙ্গে অভিনীত ক্যাটরিনার ‘টাইগার৩’ সিনেমা মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে ঝড়ও তুলেছে। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে ক্যাটরিনা বিশ্বকাপ ফাইনাল নিয়ে বলেছেন, ‘আমি ভারতের হয়ে গলা ফাটাব। তারা অসাধারণ খেলেছে। পুরো বিশ্বকাপ দেখতেই ভালো লেগেছে।’

ফাইনালে রোহিতদের হাতে শিরোপা দেখতে চান ক্যাটরিনা
ছবি: এএফপি

বিশ্বকাপ ফাইনালে ক্যাটরিনার এক প্রতিবেশীও খেলবেন। তিনি বিরাট কোহলি। তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা, ‘বিরাট এবং আনুশকা আমার প্রতিবেশী। (ফাইনালে দেখতে পেয়ে) তাই আরও ভালো লাগছে...আমি তাদের সমর্থন দেব এবং অবশ্যই ভারত দুর্দান্ত খেলবে।’

আরও পড়ুন

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সর্বশেষ ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১৩ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্ট তারা জিততে পারেনি।

এ কারণে এবারের ফাইনাল নিয়ে উন্মাদনাও বাড়ছে। টুর্নামেন্টে ভারত এখনো হারেনি। লিগপর্বে ৯ ম্যাচ, সেমিফাইনালসহ মোট ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়া লিগপর্বে প্রথম দুই ম্যাচে হারের পর টানা ৭ ম্যাচ, সেমিফাইনালসহ মোট ৮ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে।