অভিষেকের ছক্কার রেকর্ড এখন আইয়ারের হাতের মুঠোয়

শ্রেয়াস আইয়ারএএফপি

২০২৪ আইপিএলে রেকর্ডটি গড়েছিলেন অভিষেক শর্মা। এক মৌসুমে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৪২টি ছক্কা মারার রেকর্ড সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনারের। আজ আইপিএল ফাইনালে সেই রেকর্ড ভাঙার হাতছানি পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সামনে।

পাঞ্জাব অধিনায়ক আইয়ারের এবারের আইপিএলে ছক্কা ৩৯। যে ছন্দে আছেন আইয়ার, তাতে ৪টি ছক্কা তাঁর কাছে মামুলি ব্যাপার। সর্বশেষ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষেই তিনি ছক্কা মেরেছেন ৮টি। আইয়ারের অপরাজিত ৮৭ রানে তারা মুম্বাই ইন্ডিয়ানসের ২০৩ রান তাড়া করে জিতেছে। ফাইনালে আইয়ার ৩টি ছক্কা মেরে রেকর্ড তো গড়তেই পারেন!

আরও পড়ুন

ফাইনালে আইয়ারের পারফরম্যান্স কেমন? এর আগে ভারতীয় এই ক্রিকেটার আইপিএল ফাইনাল খেলেছেন দুবার। আইপিএল প্রথমবার খেলেন ২০২০ সালে। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সেই ম্যাচে ৫০ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন আইয়ার। সেই ফাইনালে মুম্বাইয়ের কাছে ৫ উইকেটে হেরেছিল আইয়ারের দিল্লি। ওই ইনিংসে আইয়ার ছক্কা মারেন দুটি।

সর্বশেষ ম্যাচে ৮৭ রানে অপরাজিত ছিলেন আইয়ার
বিসিসিআই

আইয়ার আবার ফাইনাল খেলেন ২০২৪ সালে। কলকাতার হয়ে গত বছর ব্যাটিংয়ের সেভাবে সুযোগই পাননি আইয়ার। হায়দরাবাদ আগে ব্যাটিং করে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায়। আইয়ার মাত্র ৩ বল খেলার সুযোগ পান, রান করেন ৬। আগের দুই ফাইনালে একবারও আউট হননি আইয়ার।

ভারতীয় রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও সব মিলিয়ে রেকর্ড ভাঙার সুযোগ নেই তাঁর। আইপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ক্রিস গেইলের—৫৯। মানে আইয়ারের থেকে ২০টি ছক্কা দূরে আছেন গেইল। ২০টি ছক্কা এক ইনিংসে কেউ মারবেন, সেটা তো ভাবাও বাড়াবাড়ি।

আরও পড়ুন