আইপিএল ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল
আইপিএল ফাইনাল নিয়ে সাজ সাজ রব পড়ে গেছে ভারতে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। তবে এ ম্যাচে বাধ সাধতে পারে বেরসিক বৃষ্টি।
প্রশ্ন হচ্ছে, বৃষ্টিতে ফাইনাল ভেসে গেলে কী হবে? ফাইনালের জন্য রিজার্ভ ডে কি আছে? এসব প্রশ্নের উত্তর জানার আগে অবশ্য আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া ভালো।
আহমেদাবাদে আবহাওয়ার পূর্বাভাস:
হ্যাঁ, আহমেদাবাদে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাও আইপিএলপ্রেমীদের জন্য বেশ শঙ্কাজনক—৬১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। তবে প্রতি ঘণ্টার পূর্বাভাসে ব্যাপারটি আরও ভালোভাবে বোঝা যায়। আকুওয়েদার জানিয়েছে, আহমেদাবাদে আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বৃষ্টির শঙ্কা ১৫-২০ শতাংশ। তবে টসের (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) আগে বৃষ্টির শঙ্কা বেশি। স্থানীয় সময় বিকেল ৪টায় বৃষ্টির শঙ্কা ৪৯ শতাংশ। বিকেল ৫টায় সেটা বেড়ে ৫৭ শতাংশ ও সন্ধ্যা ৬টায় ৫১ শতাংশ। সন্ধ্যা ৭টায় বৃষ্টির শঙ্কা অবশ্য কম—৫ শতাংশ। এক ঘণ্টা পর, মানে সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টির শঙ্কা ২ শতাংশ।
ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। অর্থাৎ ম্যাচের আগে আহমেদাবাদে বৃষ্টির শঙ্কা বেশি। সে ক্ষেত্রে তখন বৃষ্টি নামলে ম্যাচ শুরু হতে দেরি হতে পারে।
ফাইনালে কি রিজার্ভ ডে আছে:
এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচে না থাকলেও আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। ফাইনাল শেষ করতে বাড়তি দুই ঘণ্টা সময় থাকবে। ধরা যাক, বৃষ্টির কারণে এ সময়ের মধ্যেও আজ ফাইনাল ম্যাচটি শেষ না করা গেলে আগামীকাল রিজার্ভ ডেতে ম্যাচটি শেষ করা হবে। যদি বৃষ্টির কারণে আজ একটি বলও না হয়, তাহলে আগামীকাল রিজার্ভ ডেতে ম্যাচটি খেলা হবে।
রিজার্ভ ডে-ও যদি বৃষ্টিতে ধুয়ে যায়:
রিজার্ভ ডেও যদি বৃষ্টিতে ধুয়ে যায় অর্থাৎ ফাইনাল পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে দুই ফাইনালিস্টের মধ্যে যারা লিগ পর্বে পয়েন্ট তালিকার ওপরে ছিল, তারা। এ নিয়ম অনুযায়ী, তখন চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব কিংস। কারণ, লিগ পর্বে বেঙ্গালুরুর তুলনায় পয়েন্ট টেবিলে শ্রেয়তর অবস্থানে ছিল পাঞ্জাব। ১৪ ম্যাচে দুই দল সমান ১৯ পয়েন্ট করে পেলেও শীর্ষে থাকা পাঞ্জাবের (০.৩৭২) সঙ্গে রান রেটে পিছিয়ে দুইয়ে বেঙ্গালুরু (০.৩০১)।
আহমেদাবাদে ২০২৩ আইপিএল ফাইনালে বৃষ্টি হানা দিয়েছে। সে বছরের ২৮ মে ফাইনালের নির্ধারিত দিনে বৃষ্টির কারণে একটি বলও হয়নি। পরের দিন রিজার্ভ ডেতে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়, সেখানেও হানা দিয়েছিল বৃষ্টি। গুজরাট ২০ ওভার ব্যাট করে ৪ উইকেটে ২১৪ তোলার পর বৃষ্টির কারণে তাড়া করতে নামা চেন্নাইয়ের ইনিংসে ওভারসংখ্যা কমিয়ে আনা হয়। ১৫ ওভারে ১৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ডিএলএস নিয়মে শেষ বলে ৫ উইকেটের দারুণ জয় পায় চেন্নাই।