আইপিএল ফাইনাল: চ্যাটজিপিটির হিসাবে যে দল চ্যাম্পিয়ন
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ আইপিএলের ফাইনাল। বাংলাদেশ সময় রাত ৮টায় এ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। দুই দলই এখনো আইপিএল ট্রফি জিততে পারেনি।
এবার ফাইনালে চ্যাম্পিয়ন হবে কে? ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি প্রশ্ন রেখেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) তিনটি প্ল্যাটফর্মে—যুক্তরাষ্ট্রের এক্সএআই প্রতিষ্ঠানের ‘গ্রোক’, সার্চ ইঞ্জিন গুগলের ‘জেমিনি’ ও যুক্তরাস্ট্রের ওপেনএআইয়ের ‘চ্যাটজিপিটি’।
মজার বিষয়, তিনটি এআই প্রযুক্তিই চ্যাম্পিয়ন হিসেবে একই দলকে বেছে নিয়েছে। আসুন জেনে নিই কারা সেই চ্যাম্পিয়ন দল—
এক্স গ্রোক:
যতটুকু তথ্য-উপাত্ত পাওয়া গেছে তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই (আরসিবি) এগিয়ে। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে তারা ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রতিপক্ষকে মাত্র ১০১ রানে অলআউট করে ৬০ বল হাতে রেখে জিতেছে। আরসিবির বোলিংয়ের নেতৃত্বে থাকা জশ হ্যাজলউড (১১ ম্যাচে ২১ উইকেট) ও সুয়ুশ শর্মা দারুণ ফর্মে আছেন। তাদের ব্যাটিংয়ের কেন্দ্রবিন্দু বিরাট কোহলি (৫৫.৮১ গড়ে ৬১৪ রান) ও ফিল সল্টও বিস্ফোরক ফর্মে আছেন। আহমেদাবাদে আরসিবির ঐতিহাসিক পারফরম্যান্স (৮ ম্যাচে আগে ব্যাট করা দল ৬ বার জিতেছে) এবং চাপ সামলানোর ক্ষমতায় তারা এগিয়ে। ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসনের মতো বিশেষজ্ঞরাও আরসিবির পক্ষে আছেন এবং হ্যাজলউডকে ফাইনালের ম্যাচসেরা হিসেবে ভবিষ্যদ্বাণী করেছেন ওয়ার্নার।
পাঞ্জাব দ্বিতীয় কোয়ালিফায়ারে ঘুরে দাঁড়ায়। শ্রেয়াস আইয়ারের অপরাজিত ৮৭ রানে তারা মুম্বাই ইন্ডিয়ানসের ২০৩ রান তাড়া করে জিতেছে। লিয়াম লিভিংস্টোন ও জীতেশ শর্মাকে নিয়ে তাদের ব্যাটিং বিস্ফোরক হয়ে উঠতে পারে। বোলিংয়ে আছেন কাইল জেমিসন ও যুজবেন্দ্র চাহাল। তবে আরসিবির বিপক্ষে তাদের ভেঙে পড়া চাপ সামলাতে না পারাটা বুঝিয়ে দেয়।
আরসিবির বর্তমান ফর্ম, ভারসাম্যপূর্ণ দল বিচারে আমার ভবিষ্যদ্বাণী হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৫ আইপিএল ফাইনাল জিতবে।
জেমিনি:
দুই দলের মধ্যে বহুল প্রতীক্ষিত ফাইনাল, যেখানে তারা নিজেদের প্রথম আইপিএল ট্রফি জিততে চাইবে। এ মৌসুমে সাম্প্রতিক মুখোমুখি, কোয়ালিফায়ারের পারফরম্যান্স বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) কিছুটা এগিয়ে। পাঞ্জাব কিংসও নিজেদের সামর্থ্য দেখিয়েছে এবং ব্যাটিং শক্তিতে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। ফল নির্ভর করছে ফাইনাল ম্যাচের দিনে পারফরম্যান্সে এবং টস ও আবহাওয়া গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে।
আরসিবি ও পাঞ্জাবের মধ্যে ফাইনালে যদি কোনো দলকে আমার বেছে নিতে হয়, তাহলে সেটা হবে সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত। তবু জোর করেই বেছে নিতে বলা হলে আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রতি কিছুটা ঝুঁকে থাকব।
চ্যাটজিপিটি:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ধারাবাহিক ফর্ম, এবারের মৌসুমে পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের জয় ও কোয়ালিফায়ারের পারফরম্যান্সে তারাই ফাইনাল জয়ে এগিয়ে। তবে পাঞ্জাবের সাম্প্রতিক ফর্ম ও শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
ভবিষ্যদ্বাণী: সাম্প্রতিক ফর্ম এবং এ মৌসুমে মুখোমুখি হওয়ার রেকর্ডে এগিয়ে থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতবে আরসিবি।