রাজনৈতিক কারণে আইপিএল ফাইনালের ভেন্যু পাল্টানো হয়নি: বিসিসিআই

বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লাবিসিসিআই

ভারত-পাকিস্তান সংঘাতের পর বদলে গেছে আইপিএল ফাইনালের ভেন্যু। কলকাতা থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে। আহমেদাবাদের যে স্টেডিয়ামে খেলা, সেটিও তাঁর নামেই। এমন কিছুর পর সমালোচনাটা তাই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে—রাজনৈতিক কারণেই কলকাতা থেকে সরে আইপিএল ফাইনাল গেছে গুজরাটে!

আরও পড়ুন

এমন দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে বিসিসিআই। বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা সোমবার জানিয়েছেন, আবহাওয়া ও লজিস্টিক চ্যালেঞ্জের কারণে সূচিতে কিছু পরিবর্তন এনেছেন তাঁরা। এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না বিসিসিআইয়ের।
এবারের আইপিএলের প্লে–অফ হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও কলকাতায়। সংঘাতের পর এক সপ্তাহ বন্ধ থেকে আবার আইপিএল শুরু হওয়ার পর নতুন সূচিতে ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় মুল্লানপুর ও আহমেদাবাদে। এলিমিনেটর ও  কোয়ালিফায়ার-১ নির্বিঘ্নেই হয়েছে মুল্লানপুরে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম
আইসিসি

তবে আহমেদাবাদ পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি কাল বৃষ্টির কারণে দুই ঘণ্টা পিছিয়ে হয়েছে। এরপর থেকে বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা আরও বেড়েছে। এ নিয়ে রাজীব শুক্লা এএনআইকে বলেছেন, ‘মানুষের উচিত নয় এখানে রাজনৈতিক কিছু দেখা। তেমন কোনো কারণে ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরানো হয়নি।’

আরও পড়ুন

এরপর তিনি ম্যাচগুলো সরিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছেন, ‘সম্প্রচারকেরা বলেছে কলকাতার আবহাওয়া এই সময়টা ভালো থাকবে না, বৃষ্টি হবে, ম্যাচগুলো পরিত্যক্ত হওয়ার আশঙ্কা আছে, অথবা অনেক ওভার কমে যাবে। তাঁরা আমাদের কাছে বৃষ্টি কম হবে, এমন একটা ভেন্যু চেয়েছিল।’

শুক্লা জানিয়েছেন, গুজরাটের আগে দিল্লি, লক্ষ্ণৌ, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরগুলোর আবহাওয়া বার্তাও দেখা হয়েছে। শেষ পর্যন্ত চণ্ডীগড় ও আহমেদাবাদ—এই দুটি শহরেই বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা দেখেছেন তাঁরা। অতীতেও ভেন্যু বদলের এমন ঘটনা হয়েছে বলে জানিয়েছেন শুক্লা।

তাঁদের অবশ্য সমালোচনা শুনতে হয়েছে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছ থেকেও। সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন তিনি। আইপিএলেরও রীতি হচ্ছে, আগের বছরের ফাইনালিস্টরা পরের বছরের প্লে–অফ ও ফাইনাল আয়োজন করে। এবার সেটি হলো না।