জিততে না পারলে অন্তত লড়ো, পাকিস্তানের হারের পর রমিজ রাজা

ভারতের সঙ্গে লড়াইও করতে পারেনি পাকিস্তানছবি: রয়টার্স

মর্যাদার লড়াইয়ে এত বড় হার! পাকিস্তানের দেওয়া ১৯২ রানের লক্ষ্য কাল ১১৭ বল আর ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত। এমন হারের পর বাবর আজমের দলের ওপর স্বাভাবিকভাবেই বেজায় চটেছেন ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, শোয়েব মালিকদের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ক্ষুব্ধ রমিজ রাজাও।

২ উইকেটে ১৫৫ থেকে ১৯১ রানে অলআউট—আহমেদাবাদে মাত্র ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে আর কখনোই এত কম রানে এত বেশি উইকেট হারায়নি তারা। বাবরের দলের এমন ব্যাটিং বিপর্যয়কে কাল খামখেয়ালি বলেছিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ। আর আজ এই হারকে বলেছেন বড় আঘাত।

আরও পড়ুন

আইসিসি রিভিউ পডকাস্টে পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য রমিজ বলেছেন, ‘এই হারে (কলঙ্কের) দাগ লেগে গেছে, এটা ছিল বেধড়ক মার, অনেক বড় আঘাত। ওরা তিন বিভাগের কোনোটিতেও দাঁড়াতে পারেনি। হারটা ওদের যন্ত্রণা দেবে।’

রমিজ রাজা
ছবি : আইসিসি

ওয়ানডে বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ ক্রিকেট ইতিহাসে একপেশে লড়াই হিসেবে জায়গা করে নিয়েছে। শুরুটা হয়েছিল রমিজ রাজার সময়েই, ১৯৯২ সালে। সর্বশেষটা কাল বাবরদের বিপক্ষে। সব মিলিয়ে ৫০ ওভারের বিশ্বকাপে মুখোমুখি আট ম্যাচের আটটিতেই জিতেছে ভারত। তবে রমিজের পাকিস্তান লড়াই করে ভারতের কাছে হেরেছিল। কাল সেটার ছিটেফোঁটাও দেখা যায়নি। এ নিয়ে বেশি আক্ষেপ তাঁর, ‘জিততে না পারলে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করো।’

আরও পড়ুন

বিশ্বকাপে ভারতের বিপক্ষে এই ‘অনাহূত ধারা’র অবসান ঘটাতে পাকিস্তানকে একটা উপায় বের করতে হবে বলে মনে করেন রমিজ, ‘এটাই বাস্তবতা এবং এটা থেকে বেরোতে হলে পাকিস্তানকে কিছু একটা করতে হবে। ভারতের বিপক্ষে “চোকার” তকমা লেগে যাওয়া ভালো ব্যাপার নয়। এটা একধরনের মানসিক অচলাবস্থা, দক্ষতার ক্ষেত্রেও তাই।’