এক বছর পর ফিরলেন কাইল জেমিসন

এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন।ছবি : রয়টার্স

এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন কাইল জেমিসন। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে ডাকা হয়েছে এই পেসারকে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট ও লেগ স্পিনার আদি অশোক। চোটের কারণে কেইন উইলিয়ামসন ও মাইকেল ব্রেসওয়েলকে এই দুটি সিরিজেও বিবেচনা করা হয়নি।

জেমিসন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের জুনে। ইংল্যান্ড সফরে পিঠে চোট পেয়ে এর পর থেকে মাঠের বাইরে তিনি। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষেই ফেরার কথা থাকলেও চোট ফিরে আসায় অস্ত্রোপচারের ভেতর দিয়ে যেতে হয় তাঁকে। এরপর আরও লম্বা সময়ের জন্য ছিটকে যান তিনি।

২০২১ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন জেমিসন
এএফপি

জেমিসনের ফেরাকে নিউজিল্যান্ড ক্রিকেট দেখছে ‘বড় মাইলফলক’ হিসেবে। প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘কাইল কঠোর পরিশ্রম করেছে, এ সফরের জন্য নিজেকে তৈরি করতে দারুণ উন্নতিও করেছে। কঠিন একটি বছরের পর এ সফরে তাকে দেখে আমরা আনন্দিত। আমরা সবাই তার বিশ্বমানের স্কিল সম্বন্ধে জানি। আমি জানি সে দলে ফিরতে পেরে রোমাঞ্চিত।’

আরও পড়ুন

আগামী ১৭, ১৯ ও ২০ আগস্ট দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ডারহামে শুরু হবে ৩০ আগস্ট। এরপর ১, ৩ ও ৫ সেপ্টেম্বর পরের ম্যাচগুলো যথাক্রমে ম্যানচেস্টার, বার্মিংহাম ও নটিংহামে।
আরব আমিরাতের বিপক্ষে সিরিজটিতে অবশ্য শীর্ষসারির বেশ কয়েক খেলোয়াড়কে রাখা হয়নি। ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল ও ইশ সোধিরা দ্য হান্ড্রেডের পর দলের সঙ্গে যোগ দেবেন।

ফক্সক্রফট ও অশোক মূলত ডাক পেয়েছেন এ কারণেই। এর পেছনে আছে দুজনের নিউজিল্যান্ড ‘এ’ও ঘরোয়া ক্রিকেটের ফর্মও।

প্রথমবারের মতো ডাক পেয়েছেন আদি অশোক (মাঝে, ক্যাপ হাতে)
টুইটার

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ফক্সক্রফট নিউজিল্যান্ডে পাড়ি জমান ২০১৬ সালে। সম্প্রতি ‘বিশেষ পরিস্থিতি’র অন্তর্ভুক্ত হয়ে নিউজিল্যান্ডের হয়ে খেলতে আইসিসির অনুমোদন পান তিনি। গত মার্চে বার্ষিক পুরস্কারে নিউজিল্যান্ডের ক্রিকেটের সেরা ঘরোয়া ক্রিকেটার হন ফক্সক্রফট। ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশের সর্বশেষ আসরে সর্বোচ্চ রান-সংগ্রাহক (৪২৪) ছিলেন তিনি, পাশাপাশি নিয়েছিলেন ৯ উইকেটও। তাঁকে নিয়ে স্টিড বলেছেন, ‘ঘরোয়াতে ডিন সত্যিই ধারাবাহিক এক পারফরমার। মার্চে তার পুরস্কার পাওয়াই এর সাক্ষ্য দেয়। সে মেধাবী ব্যাটসম্যান, যে কার্যকর অফ স্পিন করে।’

অন্যদিকে অশোক নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। সুপার স্ম্যাশের সর্বশেষ মৌসুমে তিনি নেন ৭ উইকেট। তাঁরও প্রশংসা করেছেন স্টিড, ‘পেশাদার ক্রিকেটে আদির মাত্র দ্বিতীয় বছর। তবে আমরা তার ধারাবাহিকতায় মুগ্ধ। সংযুক্ত আরব আমিরাতে যেহেতু ইশ সোধি থাকছে না, আমাদের সুযোগ পরের লেগ স্পিনার তৈরি করার।’

গত মে মাসের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে নিউজিল্যান্ড। তবে সামনে ব্যস্ত সূচি তাদের। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ দুটি সিরিজে সীমিত ওভারের সংস্করণের খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চায় দলটি।

আরব আমিরাত ও ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ড দল
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন*, আদি অশোক**, চ্যাড বোউস**, মার্ক চাপম্যান, ডেন ক্লিভার**, ডেভন কনওয়ে*, লকি ফার্গুসন, ডিন ফক্সফোর্ট**, ম্যাট হেনরি*, কাইল জেমিসন, কোল ম্যাকনকি**, অ্যাডাম মিলনে*, ড্যারিল মিচেল*, জিমি নিশাম, গ্লেন ফিলিপস*, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, হেনরি শিপলি**, ইশ সোধি*, উইল ইয়াং**
*শুধু ইংল্যান্ড সফরে
**শুধু আরব আমিরাত সফরে