কিছুদিন আগে আহমেদাবাদে বিরাট কোহলির ৭৮তম আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে ভন টুইট করেছিলেন। বলেছিলেন, ‘টেস্টে কোহলিকে সেঞ্চুরিতে ফিরতে দেখতে ভালো লাগছে। তাঁর ব্যাটিং দেখতে খুব ভালো লাগে। তাঁর শেষ সেঞ্চুরিটি এসেছিল ৩ বছর আগে। আমি মনে করি, সে আরও সেঞ্চুরি করবে।’
এই টুইটের নিচে এক টুইটার ব্যবহারকারী ভনকে বাংলাদেশের কাছে ইংল্যান্ডের ৩–০ ব্যবধানে সিরিজ হার নিয়ে টুইট করতে অনুরোধ করেন। সেই অনুরোধের জবাবে ভন লেখেন, ‘হ্যাঁ তারা হেরেছে (ইংল্যান্ড)। কিন্তু তারপরও ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপ জেতার ব্যাপারে তারা এখনো খুব ভালো অবস্থানে আছে। এটা ভালো ব্যাপার। ভারতের উচিত ইংল্যান্ডকে অনুসরণ করা।’
ভন এই টুইট দিয়ে সাম্প্রতিক বছরগুলোয় ভারতের বিশ্বকাপ জিততে না পারার বেদনায় আঘাত করেছেন। ২০১১ সালে নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর আইসিসির টুর্নামেন্টগুলোতে খরা চলছে ভারতের। এরপর ফেবারিট থাকা সত্ত্বেও ২০১২, ২০১৪ ও ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি ভারত। জিততে পারেনি ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত।
ইংল্যান্ডের অবস্থাও আগে তেমনই ছিল। নিজেদের মাটিতে প্রথম তিনটি ওয়ানডে বিশ্বকাপ হলেও একটিতেও শিরোপা জিততে পারেনি তারা। এরপর ১৯৮৭ ও ১৯৯২ সালে পরপর দুইবার ফাইনালে গিয়েও ইংলিশরা ছিল শিরোপাবঞ্চিত। এরপর বিশ্বকাপ জয়ের হিসাবের বাইরেই ছিল ক্রিকেটের জনকেরা। ২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত জেতে। ২০০৯ সালে জেতে পাকিস্তান। ইংল্যান্ড প্রথমবারের মতো ২০১০ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জয় করে প্রথম বৈশ্বিক শিরোপা। ২০১৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও ২০১৯ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয় করে তারা। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ড ২০২২ সালে দ্বিতীয়বারের মতো জয় করে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এ মুহূর্তে ক্রিকেটের যেকোনো বৈশ্বিক প্রতিযোগিতায় ইংল্যান্ডকে টপ ফেবারিট দল হিসেবেই ধরা হয়।