ফেদেরার–রোনালদোর সঙ্গে এক টেবিলে বসলে কী করবেন কোহলি

ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিছবি: টুইটার

ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভক্ত বিরাট কোহলি। ফুটবলের প্রতি রোনালদোর আবেদন, তাঁর পরিশ্রমী মানসিকতা ভীষণ টানে কোহলিকে। ভারতীয় তারকা নিজেও খেলোয়াড়ি জীবনে তা অনুসরণ করেন। কোহলি রোনালদোর এতটাই ভক্ত যে কিছুদিন আগে পর্তুগিজ তারকাকে নিয়ে এক বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছিলেন। সমর্থন জানিয়েছিলেন রোনালদোকে।

আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল। এর মধ্যে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত–সমর্থকদের জন্য ‘আরসিবি বোল্ড ডায়েরিজ’ নামের একটি ভিডিও অনুষ্ঠান চালু করেছে। এতে কোহলিকে জিজ্ঞেস করা হয়েছিল তাঁর দুই প্রিয় খেলোয়াড় রজার ফেদেরার ও ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে।

কোহলি যদি ফেদেরার ও রোনালদোর সঙ্গে এক টেবিলে বসে ডিনার করার সুযোগ পেতেন, তাহলে তাঁদের সঙ্গে তাঁর কী কথা হতো? হাল ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের উত্তরটা বেশ মজারই, ‘আমি আসলে চুপ করে থাকতাম। সত্যি বলছি। তাদের আলোচনার সঙ্গে নতুন করে কিছু যোগ করার থাকত না আমার। আমি শুধু তাদের কথাই শুনতাম। আমি খেলাধুলার ইতিহাসের অন্যতম দুই সেরা তারকার প্রতি মুগ্ধ থাকতাম।’

রোনালদো ও ফেদেরারের ভক্ত বিরাট কোহলি
ছবি: টুইটার

রজার ফেদেরার টেনিস থেকে বিদায় নিয়েছেন গত বছর। রাফায়েল নাদালের সঙ্গে বিদায়বেলার ছবিটি সবাইকে আবেগাক্রান্ত করেছিল। ছবিটিতে কাঁদছিলেন টেনিস ইতিহাসের দুই সেরা তারকা। ২১ গ্র্যান্ডস্লাম জেতা ফেদেরারের আরেক ভক্ত শচীন টেন্ডুলকার। উইম্বলডনের সময় প্রায়ই টেন্ডুলকারকে দেখা যেত সেন্টার কোর্টের গ্যালারিতে। ফেদেরারের সঙ্গে টেন্ডুলকারের দেখাও হয়েছে বেশ কয়েকবার।

আরও পড়ুন

আরসিবি বোল্ড ডায়েরিজে অন্যান্য বিষয়ের পাশাপাশি ক্রিকেট এসেছিল স্বাভাবিকভাবেই। কোহলি মনে করেন যেকোনো ব্যাটসম্যানের জন্যই শচীন টেন্ডুলকার ও ভিভ রিচার্ডস হচ্ছেন সর্বোচ্চ মানদণ্ড, ‘আমি সব সময়ই ব্যাটসম্যানদের মধ্য থেকে দুজনের নাম নিই—শচীন টেন্ডুলকার ও ভিভ রিচার্ডস। তাঁর নিজেদের সময়ে ব্যাটিংয়ে বিপ্লব এনেছিলেন। এঁরা দুজনই আমার চোখে হিরো। এই দুই ক্রিকেটার পুরোপুরি ক্রিকেটের দিগন্তরেখা পাল্টে দিয়েছেন। সে কারণেই আমি তাঁদের দুজনকে ক্রিকেটের দুই কিংবদন্তি মনে করি।’

এবারের আইপিএলে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম খেলা মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে। আর ৩৭৬ রান করলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৭ হাজার রানের মাইলফলক ছোঁবেন কোহলি। তিনি আইপিএলের ইতিহাসেরই সর্বোচ্চ রান সংগ্রহকারীদের একজন।

আরও পড়ুন