৪২২ রানের পর কী হলো মিরপুরে, আবার লাঞ্চের আগে ম্যাচ শেষ

সহজ জয় পেল আবাহনীশামসুল হক

তিন দিন আগে রান-উৎসব হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবার দেখা যায় ৪০০ রান। সেই মিরপুরেই কিনা রান করা এতটা কঠিন হয়ে গেল এরপর!

৪০০ রানের সেই ম্যাচের পর মিরপুরে হওয়া দুই ম্যাচে এখানে আগে ব্যাটিং করা দুটি দল করতে পেরেছে মাত্র ৬৯ ও ১০০ রান। মানে ৯ মার্চ মোহাম্মদ নাঈমের করা ব্যক্তিগত ১৭৬ রান পরের দুই দিন শাইনপুকুর ও পারটেক্সের ২২ জন মিলেও সেই রান করতে পারেননি। রান তাড়ায় মিলও আছে। দুই দিনই প্রতিপক্ষ রান তাড়া করে জিতে গেছে লাঞ্চের আগেই।

আজ আবাহনীর বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে পারটেক্স ৩৩ ওভারে অলআউট ঠিক ১০০ রানে। শুরুটা অবশ্য সাব্বির রহমানের দলের ভালোই ছিল। তবে ১ উইকেটে ৬৫ রান করা পারটেক্স শেষ ৩৫ রান তুলতেই হারায় ৯ উইকেট। ওপেনার জয়রাজ শেখ করেন সর্বোচ্চ ৩৬, সাব্বির করেন ২৩।

৫ উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান
শামসুল হক

আবাহনীর বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান ৯ ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। ১০০ রান তাড়া করতে নেমে আবাহনীর লেগেছে ১৪.৩ ওভার।

আরও পড়ুন

জিশান আলম ও মুমিনুল হক ফিরে গেলেও ফিফটি পান পারভেজ হোসেন। ৫০ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ওপেনার। ২৭ বলে ৩৭ রান নিয়ে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন।

দুই দিন আগে লাঞ্চের আগেই জিতেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। টসে হেরে ব্যাট করতে নেমে ৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রান তাড়ায় নেমে ৯.৩ ওভারে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

আরও পড়ুন