অস্ট্রেলিয়াকে ৯০ রানে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

২৬ রানে ৩ উইকেট নিয়েছেন শাদাব খানএএফপি

উসমান তারিকের বলে অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান ম্যাথু কুনেমান ক্যাচ দিলেন প্রথম স্লিপে, সেখানে দাঁড়িয়ে থাকা সালমান আগা বল মুঠোয় জমালেন দেখেশুনে বেশ আয়েশেই। সমাপ্তির এ মুহূর্তটাই যেন পুরো ম্যাচ আর সিরিজের প্রতীকী ছবি।

রান তাড়ায় নামা অস্ট্রেলিয়াকে ১০৮ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান পেয়েছে ৯০ রানের বড় জয়। এ জয়ে ঝোড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি গড়ে দেওয়ার কাজটি করেছেন ব্যাটসম্যান সালমান। ম্যাচের সঙ্গে পাকিস্তান জিতেছে সিরিজও। দীর্ঘ সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানকে সিরিজ জেতালেন অধিনায়ক সালমান।

অবশ্য এটাকে ঠিক অস্ট্রেলিয়ার পুরো শক্তির দল বলা যাবে না। টি–টুয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলের পাঁচজনই নেই এই সিরিজে।

সিরিজের প্রথম টি–টুয়েন্টিতে ২২ রানে জেতা পাকিস্তান আজ প্রথমে ব্যাট করে তোলে ৫ উইকেটে ১৯৮। শুরুতে সাহিবজাদা ফারহানের উইকেট হারিয়ে ফেললেও সাইম আইয়ুবকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনোযোগ দেন সালমান।

২৫ বলে ফিফটি করেন সালমান আগা
এএফপি

দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ হয় মাত্র ২১ বলে। সাইম ৪ চারে ১১ বলে ২৩ রান করে আউট হওয়ার পরও সালমান ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। ২৫ বলে ফিফটিও স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক।

১৩তম ওভারে শন অ্যাবোটের বলে ক্যাচ দিয়ে সালমান যখন ফেরেন, নামের পাশে ৪০ বলে ৭৬ রান, ৮টি চার ৪টি ছয়।

দলীয় ১২৫ রানে সালমানকে হারানোর পর পাকিস্তানকে বাকি পথে এগিয়ে দেন উসমান খান। তাঁর ৩৬ বলে ৫৩ ও শাদাব খানের ২০ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে দুই শর কাছাকাছি পৌঁছে যায় পাকিস্তানের রান।

উসমান খান ফিফটি করেন ৩৫ বলে
এএফপি

রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়া স্বস্তিতে ছিল না কখনোই। ট্রাভিস হেড ও মিচেল মার্শের উদ্বোধনী জুটি ২২ রান তোলার পর দুজনই ফেরেন পরপর দুই বলে।

এরপর তিনে নামা ক্যামেরন গ্রিন আর সাতে নামা ম্যাথু শর্ট ছাড়া অন্য কেউ ১০ বলও টিকতে পারেননি। গ্রিন ২০ বলে ৩৫ আর শর্ট ২৩ বলে ২৭ রান করেন। পাকিস্তানের হয়ে দুই লেগ স্পিনার আবরার আহমেদ ও শাদাব নেন ৩টি করে উইকেট, ২টি নেন উসমান তারিক, ১টি করে মোহাম্মদ নেওয়াজ ও সাইম। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এই প্রথম পাকিস্তানের স্পিনাররা ম্যাচে সব কটি উইকেট নিয়েছেন।

আবরার (৪০) নেন ১৪ রানে ৩ উইকেট
এএফপি

পাকিস্তান এবারের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল ২০১৮ সালের অক্টোবরে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া সিরিজটিতে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সরফরাজ আহমেদ। মাঝে তিনটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল দুই দল। সব কটিতে জিতেছিল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৯৮/৫ (সালমান ৭৬, উসমান ৫৩, শাদাব ২৮*, সাইম ২৩; জাম্পা ১/২৭, কনোলি ১/৩০)। অস্ট্রেলিয়া: ১৫.৪ ওভারে ১০৮ (গ্রিন ৩৫, শর্ট ২৭; আবরার ৩/১৪, শাদাব ৩/২৬, তারিক ২/১৬)। ফল: পাকিস্তান ৯০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সালমান আগা।
আরও পড়ুন