খাজাকে ১৯৫ রানে রেখে ইনিংস ঘোষণার পর তাঁর সতীর্থরা যা বললেন

১৯৫ রানে অপরাজিত ছিলেন উসমান খাজাছবি: এএফপি

সিডনি টেস্টে সকালের বৃষ্টিটাই কাল হলো উসমান খাজার জন্য। ক্যারিয়ারে প্রথমবারের মতো দ্বিশতক করার হাতছোঁয়া দূরত্বে ছিলেন। কয়েকটি বল খেলার সুযোগ পেলেই হয়তো ক্যারিয়ারের প্রথম দ্বিশতকটা তুলে নিতে পারতেন।

তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স খাজাকে সেই সুযোগ দেননি কিংবা দিতে পারেননি। ম্যাচের ফল বের করার টেষ্টাতেই ইনিংস ঘোষণা করতে হয়েছে তাঁকে। এরপরও এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হচ্ছে। যদিও প্যাট কামিন্স এখানে পাশে পাচ্ছেন তাঁর সতীর্থদের।

আরও পড়ুন

আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে প্রথম দুই দিনে খেলা হয়নি ৪৯ ওভার, তৃতীয় দিনে তো বল মাঠেই গড়ায়নি। এরপর চতুর্থ দিনও বৃষ্টির কারণে খেলা শুরু করতে করতে বেলা আড়াইটা বেজেছে। চতুর্থ দিনে খেলা বাকি ছিল মাত্র ৫৮ ওভার। দিনের সেই ৫৮ ওভারেই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেছে অস্ট্রেলিয়ান বোলাররা।

নবম ব্যাটসম্যান হিসেবে ১৯০ রান ছুঁয়েও দ্বিশতক করতে পারেননি খাজা।
ছবি: এএফপি

৬ উইকেটে ১৪৯ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে প্রোটিয়ারা। তাতে কিছুটা হলেও ম্যাচে ফল পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়ার সমর্থকেরা। সিডনিতে ম্যাচের পঞ্চম দিনে খেলা হবে ৯৮ ওভার, কামিন্সদের তুলে নিতে হবে ১৪ উইকেট। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা জস হ্যাজলউড তাই কথা বলেছেন অধিনায়ক প্যাট কামিন্সের সুরেই।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত সঠিক ছিল। খাজাও এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। সব ব্যাটসম্যানই মেনে নিত। ম্যাচের ওভারগুলো ফুরিয়ে আসছিল। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স যাতে ইনিংস ঘোষণা না করেন, সেই অনুরোধ করেছিলেন খাজা। চতুর্থ দিনের খেলা শুরুর আগে মুখে হাসি রেখেই বলেছিলেন, ‘আমি ওকে ডিনার অফার করেছি। বলেছি তোমার বাচ্চা-কাচ্চার দেখভাল করব। আগামী বছর তোমার যা যা দরকার, সবই করে দেব। তবু আমাকে সুযোগ দাও।’

কামিন্সের পরিকল্পনাও হয়তো এমনই ছিল। তবে চতুর্থ দিনের শুরুতে বেরসিক বৃষ্টি সব পরিকল্পনা পাল্টে দেয়। অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন তাই খাজার ডাবল সেঞ্চুরি না পাওয়ার দোষ দিচ্ছেন ভাগ্যকে, ‘সকালের বৃষ্টির কারণে আমাদের পরিকল্পনার পরিবর্তন করতে হয়েছে। উসমান খাজা দুর্ভাগা। কিন্তু ১৯৫ রান করাও তো কম বড় নয়।’

আরও পড়ুন

১৯৫ রানের ইনিংস খেলে অম্ল-মধুর এক অভিজ্ঞতাই হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনারের। নবম ব্যাটসম্যান হিসেবে ১৯০ রান ছুঁয়েও দ্বিশতক করতে পারেননি খাজা। খাজার আগে ১৯০ রান ছোঁয়ার পর দ্বিশতকের আগেই ইনিংস ঘোষণার নজির আছে টেস্ট ইতিহাসে মাত্র দুটি। প্রথমবার ১৯৬০ সালে।

ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজটাউনে ফ্র্যাঙ্ক ওরেলকে ১৯৭ রানে রেখে ইনিংস ঘোষণা করে দেন সেই সময়ের ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেরি আলেক্সান্ডার। এরপর শচীন টেন্ডুলকারকে ১৯৪ রানে রেখে ইনিংস ঘোষণা করে দেন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়।