বাংলাদেশের বিপক্ষে দ্বিশতক করার পরের ম্যাচেই দল থেকে বাদ ঈশান কিষান

অনবদ্য এক ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটসম্যান ঈশান কিষানছবি: শামসুল হক

অবিশ্বাস্য কিছু একটাই করেছিলেন! হয়তো জানতেন, ভারতীয় টপ অর্ডারে যে প্রতিযোগিতা, শুধু শতক করলেও হয়তো পরের ম্যাচেই জায়গা হবে না। তাই তো ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের দ্রুততম দ্বিশতক করার রেকর্ডটা নিজের নামে করে নিয়েছিলেন।

মাত্র ১২৬ বলে ২০০ রান করে ভেঙেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের দ্রুততম দ্বিশতকের রেকর্ড। এত কিছু করেও কিন্তু পরের ওয়ানডেতেই একাদশে সুযোগটা মিলছে না ঈশান কিষানের।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, ভারতের একাদশে প্রথম পছন্দ শুভমান গিল, ঈশান কিষান নয়।

আরও পড়ুন

বাংলাদেশে বিপক্ষে কিষান মূলত সুযোগ পেয়েছিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার জায়গায়। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই চোট কাটিয়ে ফিরছেন রোহিত।

আরেক ওপেনার গিল এই সংস্করণে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন। গিলের অভিষেক ২০১৯ সালে হলেও ভারতের জার্সিতে নিয়মিত হন ২০২২ সালের জুলাই থেকে।

শুবমান গিল
ছবি: এএফপি

গত বছর দলে ফেরার পর এখন পর্যন্ত দলের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ওপেনার। এই সময়ে ১০২ স্ট্রাইক রেট আর ৭০.৮৮ গড়ে রান করেছেন ৬৩৮।

সেই তুলনায় কিষান কিছুটা অধারাবাহিক। দ্বিশতকের ইনিংসটা বাদ দিলে ওয়ানডেতে খেলা বাকি আট ইনিংসে করেছেন ৩৩.৩৭ গড়ে ২৬৭ রান। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট গিলের ধারাবাহিকতার পেছনেই ছুটেছে।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক, কিষানকে আমরা একাদশে সুযোগ দিতে পারব না। গত ৮ থেকে ৯ মাসে আমরা যেভাবে ওয়ানডে ক্রিকেটটা খেলছি, তাতে গিলকেই খেলানো উচিত। সে ওপেনিংয়ে দারুণ করছে। কিষান দুর্ভাগা, তবে সে আমাদের বিবেচনার বাইরে চলে যাচ্ছে না।’

ঠিক একই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সুযোগ পাচ্ছেন না ফর্মের তুঙ্গে থাকা সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে খেলবেন লোকেশ রাহুল। রাহুলের হাতেই থাকছে উইকেটকিপিংয়ের দায়িত্ব।