আট বছর পর স্টোকস, এরপর শার্দুল-সিরাজের ওপরে বাজবল-ঝড়

আট বছর পর টেস্টের এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন বেন স্টোকসএএফপি

ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ভাগটি ছিল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের। আট বছর পর টেস্ট ক্রিকেটে এক ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার আনন্দে মেতেছেন ইংলিশ অলরাউন্ডার। একই সঙ্গে ভারতকে প্রথম ইনিংসে আটকে রাখতে পেরেছেন ৩৫৮ রানে।

দিনের পরের অংশটা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। বিশেষ করে দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটের। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেটে ২২৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।

ভারতের দুই পেসার শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজের ওপর দিয়ে রীতিমতো বাজবলের ঝড় বইয়ে দিয়েছেন ক্রলি ও ডাকেট। শার্দুল ৫ ওভারে দিয়েছেন ৩৫ রান, সিরাজ ১০ ওভারে ৫৮। ইংল্যান্ডের উইকেট দুটি নিয়েছেন অংশুল কম্বজ ও রবীন্দ্র জাদেজা।

দুর্দান্ত ব্যাটিং করেছেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি
এএফপি

ভারতকে অলআউট করে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে ইংল্যান্ড কাল রান তুলেছে ওভারপ্রতি ৪.৮৯ করে। এত দ্রুত রান তোলায় যাঁদের সবচেয়ে বেশি অবদান, সেই ক্রলি ও ডাকেট অবশ্য নিজেদের দুর্ভাগা ভাবতে পারেন। সেঞ্চুরির খুব কাছে গিয়েও যে তিন অঙ্কে পৌঁছাতে পারেননি তাঁদের কেউই।

১১৩ বলে ১৩ চার ও ১ ছয়ে ৮৪ রান করে আউট হয়েছেন ক্রলি। আর ডাকেট আউট হওয়ার আগে করেছেন ১০০ বলে ৯৪ রান (১৩ চার)। দুজনই অবশ্য একটু স্বস্তি পেতে পারেন এই ভেবে যে ছন্দ তো ফিরে পেয়েছেন! এই সিরিজে ছন্দহীনতার কারণে ওল্ড ট্রাফোর্ড টেস্টের আগে একাদশে তাঁদের জায়গা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল।

আরও পড়ুন

ক্রলি-ডাকেটের বাজবল-ঝড়ের আগে ভারতের ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরিয়েছেন স্টোকস। ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত তাদের শেষ ৬ উইকেট আজ হারিয়েছে ৯৬ রানে। ৭৩ রানে ৩ উইকেট নিয়েছেন জফরা আর্চার, স্টোকস ৫ উইকেট নিয়েছেন ৭২ রানে।

২০১৭ সালের পর এই প্রথম টেস্টে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন স্টোকস। আর এতে টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ের ছোট্ট একটি তালিকায়ও নাম লিখিয়ে নিয়েছেন। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম ও জ্যাক ক্যালিসের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টোকস।

আরও পড়ুন