ভারত কাঁপছে এখন শাহরুখ খানের জওয়ান-জ্বরে। আসলে শুধু ভারতই নয়, ভারতীয় সিনেমাপ্রেমী সারা বিশ্বের দর্শকেরাই মুগ্ধ শাহরুখ খানের নতুন সিনেমা জওয়ান দেখে। মুগ্ধ ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। তিনি অবশ্য এখনো সিনেমাটি দেখেননি। স্রেফ ট্রেলার দেখেই মুগ্ধ হয়ে গেছেন। এখন মুখিয়ে আছেন সিনেমা হলে গিয়ে পুরো ছবিটা দেখার জন্য।

আন্দ্রে রাসেল খেলেন ভারতীয় অভিনেতা শাহরুখেরই মালিকানাধীন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে। জওয়ান নিয়ে তাঁর এই মুগ্ধতাও প্রকাশ করেছে নাইট রাইডার্সই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে।

আরও পড়ুন

চোট কাটিয়ে ফিরলেন মেসি, বলিভিয়ার বিপক্ষে কি খেলবেন

শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের চেনা মুখ আন্দ্রে রাসেল
ছবি: আইপিএল

৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া শাহরুখের নতুন এই সিনেমার ট্রেলার দেখার পর রাসেল ভিডিওতে বলেছেন, ‘ওয়াও! এই সিনেমায় শাহরুখ একাধিক চরিত্রে অভিনয় করেছেন। আমার মনে হয়, এই সিনেমাটিও হিট হবে। আমি অ্যাকশন পছন্দ করি। শাহরুখের রসবোধও আছে এখানে।’

আন্দ্রে রাসেল এখন ব্যস্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। সেখানে শাহরুখেরই ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলছেন এই অলরাউন্ডার। এই ব্যস্ততার ফাঁকেই হলে গিয়ে জওয়ান দেখার অপেক্ষায় আছেন রাসেল, ‘এটা তো শুধু ট্রেলার। চিন্তা করছি পুরো সিনেমায় আর কী কী আছে। আশা করি, এই সিনেমাটা গায়ানায় দেখা যাবে। আমরা সবাই মিলে থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখতে চাই।’

আরও পড়ুন

রোহিতদের গাভাস্কারের পরামর্শ, ‘শুধু শাহিন নয়, নাসিমের দিকেও তাকাতে হবে’

শাহরুখকে তাঁর নতুন সিনেমা নিয়ে অভিনন্দনও জানিয়েছেন দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। অ্যাকশন সিনেমার প্রতি তাঁর আগ্রহের কথা জানিয়ে বলেছেন, ‘দেখে মনে হচ্ছে এটা একদম অ্যাকশন সিনেমা। আর শাহরুখের সিনেমায় সব সময় সুন্দরী নারী থাকেন, ভালো অভিনেতাও। অ্যাকশনও খুব দারুণ। সিনেমাটা ভালো করুক, শাহরুখকে অভিনন্দন, আমি সুযোগ পেলেই থিয়েটারে যাব।’

আরও পড়ুন

ভারত-পাকিস্তান ম্যাচে কেন বারুদ পোড়ে