আইপিএলে অদৃশ্য হয়ে যাওয়া কীর্তি ফেরালেন চাহাল

আইপিএলে নতুন কীর্তি গড়েছেন যুজবেন্দ্র চাহাল।বিসিসিআই

টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক বিশেষ কোনো ঘটনা নয়। আইপিএলেও না। ২০০৮ সালে শুরুর পর প্রথম ১২ বছরেই আইপিএলে হ্যাটট্রিক দেখেছে ১৯ বার। তবে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ব্যাটসম্যানদের দাপট যত বেড়েছে, হ্যাটট্রিকের প্রবণতাও তত কমেছে। আর কমতে কমতে তা এমনই হয়েছে যে, ২০২৩ সালের এপ্রিলের পর আইপিএলে আর হ্যাটট্রিকই হয়নি।

আইপিএলে অদৃশ্য হয়ে যাওয়া সেই হ্যাটট্রিক আজ ফিরিয়ে এনেছেন যুজবেন্দ্র চাহাল। চিপকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টানা তিন বলে উইকেট নিয়েছেন পাঞ্জাবের এই স্পিনার। শুধু হ্যাটট্রিক নয়, চাহাল এক ওভারের মধ্যে নিয়েছেন ৪ উইকেট। আইপিএলে দুইবার ওভারে চার উইকেট নেওয়ার রেকর্ড এখন শুধুই চাহালের।

৩৪ বছর বয়সী স্পিনারের রেকর্ডের দিনে চেন্নাইকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। প্রথমে ব্যাট করে চেন্নাই তুলেছিল ১৯০ রান। তাড়া করতে নেমে পাঞ্জাব লক্ষ্যে পৌঁছায় ২ বল হাতে রেখে। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে পাঞ্জাব। লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে চেন্নাইয়ের।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথমে ব্যাট করা চেন্নাইয়ে দুই শ পার করার প্রবল সম্ভাবনা জাগিয়েছিল। ১৮ ওভার শেষে দলটির রান ছিল ৫ উইকেটে ১৭৭। এমন ভালো অবস্থায় থাকার পরও পরের দুই ওভারের মধ্যে ১৩ রান তুলতে বাকি পাঁচ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই।

চেন্নাইয়ের শেষের এই বিপর্যয়ের কারণ চাহাল। ১৯তম ওভারে বল হাতে নেওয়া এই স্পিনার প্রথম বলে এমএস ধোনির হাতে ছক্কা খেলেও পরের বলেই তাঁকে আউট করে ফেলেন। নতুন ব্যাটসম্যান দীপক হুদা প্রথম বলে নেন দুই রান। তবে পরের বলেই ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ।

ওভারের চতুর্থ বলে অংশুল কম্বোজ হন বোল্ড। হ্যাটট্রিকের বলে নূর আহমেদ ক্যাচ তোলেন লং অনে।

শ্রেয়াস আইয়ার খেলেছেন পাঞ্জাবের সর্বোচ্চ রানের ইনিংস।
এএফপি

আইপিএলে এটি চাহালের দ্বিতীয় হ্যাটট্রিক। আগের হ্যাটট্রিকটি ছিল ২০২২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। একই ম্যাচে ওভারে ৪ উইকেটও নিয়েছিলেন চাহাল।

আইপিএলে হ্যাটট্রিক এ নিয়ে ২৩ বার হলেও ওভারে চার উইকেটের ঘটনা মাত্র চতুর্থবার। চাহারের দুবারের বাইরে অন্য দুটি অমিত মিশ্র ও আন্দ্রে রাসেলের।

চাহালের রেকর্ড কীর্তির পর পাঞ্জাবকে জিতিয়েছে শ্রেয়াস আইয়ার ও প্রবিস্মরন সিংয়ের ফিফটি। আইয়ার করেন ৪১ বলে ৭২, প্রবিস্মরন ৩৬ বলে ৫৪।

এই জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঞ্জাব এখন দ্বিতীয়। আর ১০ ম্যাচের আটটিতেই হেরে প্লে–অফ খেলার আশা আনুষ্ঠানিকভাবেই শেষ চেন্নাইয়ের।

আরও পড়ুন