ধাওয়ানের ইনিংস লারার চোখে টি–টোয়েন্টির অন্যতম সেরা

অসাধারণ এক ইনিংস খেললেন শিখর ধাওয়ানছবি: বিসিসিআই

আইপিএলে কাল শিখর ধাওয়ান দারুণ এক ঘটনারই জন্ম দিলেন। পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে পাঞ্জাবের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও অবিচল থেকে ৬৬ বলে করেছেন ৯৯ রান। তাঁর এ ইনিংসের ওপর ভর করে পাঞ্জাব ২০ ওভারে তুলেছিল ১৪৩। দলের মোট সংগ্রহের ৬৯.২৩ শতাংশ রানই এসেছে ধাওয়ানের ব্যাট থেকে!

আরও পড়ুন

ধাওয়ানের ইনিংসটি হায়দরাবাদের ডাগআউট থেকে দেখেছেন কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি হায়দরাবাদের কোচ হিসেবে কাজ করছেন এবারের আইপিএলে। ম্যাচ শেষে লারা বলেছেন, ধাওয়ানের ইনিংসটি তাঁর দেখা অন্যতম সেরা টি–টোয়েন্টি ইনিংস। ৮৮ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা পাঞ্জাব দলের এক প্রান্ত ধরে রেখেছিলেন ধাওয়ান। শেষ পর্যন্ত সানরাইজার্স বোলারদের একাই সামলেছেন ধাওয়ান। মেরেছেন ১২টি চার ও ৫টি ছক্কা। তবে তাঁর দুর্ভাগ্য, সেঞ্চুরিটা পাননি। তিন অঙ্ক ছুঁতে পারলে গল্পটা অবশ্যই আরও মহিমান্বিত হতো। কিন্তু ধাওয়ান যা করেছেন, সেটিই ইতিহাসে ঠাঁই পাওয়ার জন্য যথেষ্ট। পাঞ্জাবের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ছিল স্যাম কারেনের ২২।

৬৬ বলে ৯৯ রান ধাওয়ানের
ছবি: বিসিসিআই

দারুণ এই ইনিংস খেলেও অবশ্য পাঞ্জাবকে জেতাতে পারেননি ধাওয়ান। হায়দরাবাদ ম্যাচটা জিতেছে ১৭ বল হাতে রেখে। রাহুল ত্রিপাঠি করেছেন ৪৮ বলে ৭৪। লারা বলেন, ‘শিখর ধাওয়ানের ইনিংসের প্রশংসা করতেই হয়। আমার মনে হয়, এটা টি–টোয়েন্টি ক্রিকেটেরই অন্যতম সেরা ইনিংস। গোটা ইনিংসে যেভাবে ধাওয়ান স্ট্রাইক নিজের কাছে রেখেছে, যেভাবে সে গোটা ইনিংসটা নিয়ন্ত্রণ করেছে... আমার দেখা অন্যতম সেরা টি–টোয়েন্টি ইনিংস।’

ধাওয়ানের ইনিংস ব্রায়ান লারার চোখে অন্যতম সেরা টি–টোয়েন্টি ইনিংস
ফাইল ছবি

ধাওয়ানের ইনিংস নিয়ে লারার সঙ্গে একমত ক্রিস গেইলও। তবে তাঁর দুঃখ হচ্ছে, ধাওয়ান সেঞ্চুরিটা না পাওয়ায়, ‘শিখর দুর্দান্ত। ব্যাটিংয়ে নামার পর কেউ যখন তাঁর অন্য প্রান্তে একের পর এক উইকেটের পতন দেখতে থাকে, তখন ব্যাপারটা মোটেও সহজ নয়। এই সময় স্নায়ু ধরে রেখে দলকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া খুবই কঠিন কাজ। আমি মনে করি, এই ইনিংস সেঞ্চুরিটা তাঁর প্রাপ্যই ছিল। এটা আমার দেখা অন্যতম সেরা টি–টোয়েন্টি ইনিংস।’