পাকিস্তানকে ভারতের চেয়ে পিছিয়ে রাখছেন কেন ওয়াকার

ওয়াকার ইউনিসছবি: ইনস্টাগ্রাম

দুর্বল?

ওয়াকার ইউনিসের এমন কথায় পাকিস্তানের সমর্থকদের মন খারাপ হতেই পারে। টুর্নামেন্টটির নাম বিশ্বকাপ, সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখিও হতে হবে। আর এত বড় একটি টুর্নামেন্ট শুরুর আগে ওয়াকার কিনা ভারতের তুলনায় পিছিয়ে রাখছেন পাকিস্তানকে!

আরও পড়ুন

ভারতের তুলনায় পাকিস্তানকে পিছিয়ে রাখার পেছনে ওয়াকারের যুক্তি, প্রস্তুতির ঘাটতি। ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে ওয়াকার বিষয়টি ব্যাখ্যা করেছেন এভাবে, এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান। অত বড় ব্যবধানে হারের একটা মানসিক ধাক্কা তো আছেই।

এ ছাড়া চোটের কারণে পেসার নাসিম শাহকে বিশ্বকাপে নিয়ে যেতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে এটা বাবর আজমের দলের জন্য বেশ বড় ধাক্কা বলেই মনে করেন ওয়াকার। আর এসব কারণ মিলিয়েই পাকিস্তানকে এই মুহূর্তে ভারতের চেয়ে পিছিয়ে রাখেন কিংবদন্তি এই পেসার।

চোটের কারণে বিশ্বকাপে নাসিম শাহকে পায়নি পাকিস্তান
ছবি: এএফপি

বিশ্বকাপে আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। হাই ভোল্টেজ এই ম্যাচ মাথায় রেখে কথাগুলো বলেছেন ওয়াকার, ‘আমরা সবাই জানি, এটাই সবচেয়ে বড় ম্যাচ। তাই আহমেদাবাদে খেলার সময় স্নায়ুর চাপ সামলাতে হবে। আর ব্যাপারটা এমন নয় যে পাকিস্তান ভারতের তুলনায় দুর্বল দল বলে শুধু তারাই চাপে থাকবে। ভারতও চাপে থাকবে, স্টেডিয়ামের দর্শক দুই দলের ওপরই চাপ তৈরি করবে।’

আরও পড়ুন

পাকিস্তানের সাবেক এই কোচ এরপর দুই দলের শক্তিমত্তা ব্যাখ্যা করেছেন এভাবে, ‘আমরা যদি দুই দলের পারফরম্যান্স যাচাই করি, তাহলে অবশ্যই ভারত তুলনামূলক শক্তিশালী দল। আর পাকিস্তান এই মুহূর্তে ওঠানামার মধ্যে আছে। নাসিম শাহর অনুপস্থিতি টের পাবে পাকিস্তান। কারণ, শাহিন আফ্রিদি ও নাসিম শাহ নতুন বলে একে অপরকে সাহায্য করে।’

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন নাসিম শাহ। এরপর ছিটকে পড়েন বিশ্বকাপ থেকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার হাসান আলীকে। ২৯ বছর বয়সী হাসান অভিজ্ঞ হলেও বিশ্বকাপের মতো বড় মাপের টুর্নামেন্টে চাপের মুখে পারফর্ম করা তাঁর জন্য কঠিন হবে বলেই মনে করেন ওয়াকার, ‘হাসান আলীকে তার (নাসিম শাহ) বদলি হিসেবে নেওয়া হয়েছে এবং সে অভিজ্ঞও। এর আগে দুর্দান্ত পারফর্ম করেছে সে। কিন্তু আমার মনে হয়, হঠাৎ দলে এসে এমন টুর্নামেন্টে পারফর্ম করা তার জন্য কঠিন হবে।’

পাকিস্তানের চেয়ে ভারতকে এগিয়ে রাখছেন ওয়াকার ইউনিস
ফাইল ছবি: এএফপি

সব দিক বিচারে ভারতকেই এগিয়ে রাখছেন ওয়াকার, ‘প্রতিটি বিভাগ ধরে ধরে যাচাই করলে দেখা যাবে আর কোনো দলই ভারতের সমপর্যায়ে নেই। কারণ, তাদের ভালো স্পিনারও আছে, কুলদীপ ও জাদেজারা এখন একাদশের খেলোয়াড়। তাদের বেঞ্চও শক্তিশালী।’ ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।

আরও পড়ুন