বিশ্বকাপের সময় হায়দরাবাদে যা যা খাবেন বাবর–রিজওয়ানরা

হায়দরাবাদের বিখ্যাত বিরিয়ানিও থাকছে বাবরদের জন্যছবি: টুইটার

ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জন্য ভারতে গরুর মাংসের সরবরাহ নেই। তাহলে ভারতে বিশ্বকাপ চলাকালে পাকিস্তান দলের খাদ্যতালিকায় কী থাকছে? পুরো বিশ্বকাপে বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানরা কী খাবেন, সেটা জানা যায়নি। হায়দরাবাদে পাকিস্তান দল দুই সপ্তাহ থাকবে, সেখানে দলটির খেলোয়াড়েরা কী খাবেন, সেটা জানা গেছে।

এবারের বিশ্বকাপে প্রতিটি দল কমপক্ষে ৯টি করে ম্যাচ খেলবে। যে কারণে অংশগ্রহণকারী দলগুলো অন্তত দেড় মাস ভারতে অবস্থান করবে।
‘ক্রিকেট পাকিস্তান’–এর খবরে বলা হয়, পাকিস্তানের খেলোয়াড়দের প্রোটিন চাহিদা পূরণে হায়দরাবাদে তাঁদের খাদ্যতালিকায় রাখা হচ্ছে মুরগি, খাসির মাংস ও মাছ। ভেড়ার গ্রিল, খাসির ঝোল, মাছের গ্রিল ছাড়াও বাটার চিকেন থাকছে বাবর–শাহিন শাহ আফ্রিদিদের মেন্যুতে।

আরও পড়ুন
অনুশীলনে পাকিস্তান দল
ছবি: এএফপি

কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের জন্য স্টেডিয়ামের ক্যাটারিং সার্ভিসে নিজেদের চাহিদা জানিয়ে দিয়েছে পাকিস্তান দল। কার্বোহাইড্রেটের জন্য পাকিস্তান দলের খেলোয়াড়েরা খাবেন সেদ্ধ বাসমতি চালের ভাত, স্পাগেত্তি ও সবজি পোলাও।

এই তালিকার বাইরেও কারও যদি কিছু খেতে ইচ্ছা করে, সেটা বললে তৎক্ষণাৎ সরবরাহ করা হবে। এ ছাড়া হায়দরাবাদের বিখ্যাত বিরিয়ানি স্বাদ তো বাবর–রিজওয়ানরা নেবেনই।

আরও পড়ুন

পাকিস্তান বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে আজ। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাবরদের বিশ্বকাপ অভিযান। ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান।

আরও পড়ুন