বিশ্বকাপের আগে কিসের জরিমানা গুনলেন বাবর

গতির ঝড় তুলে জরিমানা গুনলেন বাবরছবি: টুইটার

আর কদিন পরেই বিশ্বকাপ। কিন্তু বাবর আজমকে দেখা গেল পুলিশের সঙ্গে!
নাহ, কথাটা মজার ছলেই বলা। তেমন কোনো বড় অভিযোগ নিয়ে পাকিস্তানের পুলিশ বাবর আজমের কাছে যায়নি। ভারতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। পাকিস্তানের সমর্থকেরা স্বপ্ন দেখছেন ভারতের মাটিতে বিশ্বকাপে রানের ঝড় তুলবেন তাঁদের জাতীয় দলের অধিনায়ক। রসিকতা করে সমর্থকেরা এখন বলতেই পারেন, বাবর রানের ঝড় তোলারই অনুশীলন করছিলেন তবে একটু অন্যভাবে! তাতে বাদ সেধেছে বেরসিক পুলিশ।

কিন্তু আইন ভাঙলে তো শাস্তি পেতেই হবে। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলে কী হবে—বাবরকেও ছাড়েনি পুলিশ। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, লাহোরের রাস্তায় নিজের অডি গাড়িটা নিয়ে ছুটছিলেন বাবর। পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েজ ও মোটরওয়ে পুলিশের (এনএইচএমপি) সন্দেহ হয়েছিল, গাড়ির গতি সম্ভবত আইনি সীমার চেয়ে বেশি। অর্থাৎ গতিসীমা লঙ্ঘন করেছেন বাবর। গতিসীমা লঙ্ঘনের অপরাধে পুলিশ বাবরকে জরিমানাও করেছে বলে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।

আরও পড়ুন

আইনি বিষয়ে বাবরের সঙ্গে পুলিশের চলতি মাসে আগেও একবার সাক্ষাৎ হয়েছিল। লাহোরে লিবার্টি চকে বাবরের গাড়ি থামিয়েছিলেন শুল্ক বিভাগের কর্মকর্তারা। বাবরের গাড়ির নম্বর প্লেটে নজর পড়েছিল তাঁদের। পাকিস্তানে আইন অনুযায়ী গাড়ির নম্বর প্লেট যতটুকু বড় বানাতে হয়, বাবরের গাড়ির নম্বর প্লেট তার চেয়ে ছোট ছিল। নিয়ম লঙ্ঘন করায় কর্মকর্তারা বাবরকে গাড়ির নম্বর প্লেট পাল্টে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এমনকি তাঁর গাড়ির কাগজপত্র ও লাইসেন্সও দেখা হয়।

আরও পড়ুন

পাকিস্তান ক্রিকেট দল ভারতে বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রস্তুতি সেরে নিলেও এখনো ভিসা পায়নি। এ নিয়ে আইসিসির কাছে বিরক্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার সকালে ভারতের উদ্দেশে পাকিস্তান দলের উড়াল দেওয়ার কথা। কিন্তু সোমবার অফিসের কর্মঘণ্টা শেষ হওয়ার সময় পর্যন্তও ভিসা পায়নি পাকিস্তান দল।