শেবাগের মতে সেমিফাইনালে খেলতে পাকিস্তানের যা করতে হবে

গতকাল বাংলাদেশের বিপক্ষে জিতেছে পাকিস্তান। ৮১ রান করেন ফখর জামান (ডানে)ছবি: এএফপি

ফখর জামানের হাতে ম্যাচসেরার পুরস্কার দেখে অবাক হয়েছেন ইরফান পাঠান। ভারতের সাবেক এই পেসারের বিবেচনায় গতকালের ম্যাচেসেরা খেলোয়াড় শাহিন শাহ আফ্রিদি। আগে ব্যাট করা বাংলাদেশের ৪৫.১ ওভারে ২০৪ রানে অলআউট হওয়ায় ২৩ রানে ৩ উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন আফ্রিদি।

৮১ রান করা ফখরের চেয়ে আফ্রিদির অবদানকে বড় করে দেখছেন পাঠান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের মতামতও দিয়েছেন তিনি। তবে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ পাকিস্তানের ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয়কে তেমন বড় করে দেখছেন না।

আরও পড়ুন

ইডেনে গার্ডেনে গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে সংবাদমাধ্যম ক্রিকবাজে বিশেষজ্ঞ মতামত দিয়েছেন ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী শেবাগ। ‘জয়টা পাকিস্তানের একরকম বার্তাও’—সঞ্চালক এ কথা বলে বোঝাতে চেয়েছিলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তানের এই জয় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত।

সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে নিজেদের বাকি ২ ম্যাচেও জিততে হবে বাবর আজমদের। অন্য ম্যাচগুলোর ফলের ওপরও তাঁদের ভাগ্য নির্ভর করছে। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম পাকিস্তান এই জয়ে শক্তি প্রদর্শন করেছে, সঞ্চালক এমটা বোঝাতেই যুক্তি দেন শেবাগ, ‘বাংলাদেশের বিপক্ষে এটাকে আমি শক্তি প্রদর্শনী বলব না। তারা আগে থেকেই বাজে খেলছে। তাদের বিপক্ষে শক্তি প্রদর্শনের কি আছে!’

পাকিস্তানের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ
ছবি: এএফপি

বাংলাদেশের ২০৪ রান তাড়া করতে নেমে ৩২.৩ ওভারে জিতেছে পাকিস্তান। এই জয়ে পাকিস্তানের (-০.০২৪) নেট রান রেটও আরও ভালো হয়েছে। আর বাংলাদেশ গতকালের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল সবার আগে। ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯–এ সাকিব আল হাসানের দল।

রান তাড়া করতে নেমে পাকিস্তানের দ্রতলয়ে ব্যাটিং নিয়ে শেবাগ বলেছেন, ‘আজ (গতকাল) রাতে তারা যে ভালো কাজটি করেছে, সেটা হলো ৩২ ওভারের মধ্যে জয় তুলে নেওয়া। এতে তাদের রানরেটের উন্নতি হয়েছে। (পয়েন্ট টেবিলে) ওপরে থাকা কোনো দলের রান রেট কমলে এটা তাদের (সেমিফাইনালে ওঠায়) সাহায্য করবে।’

আরও পড়ুন

শেবাগ মনে করেন, পাকিস্তানের ভাবা উচিত, তাদের বিশ্বকাপ কেবল শুরু হলো! সাবেক এই ওপেনার যুক্তি দেন, ‘আমরা ভাবছি, পাকিস্তান হয়তো সেমিফাইনালে উঠতে পারবে না। কিন্তু তাদের এখনো দুই ম্যাচ বাকি। একটি বেঙ্গালুরুতে অন্যটি এখানে (কলকাতা)। এখানে তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, যারা মোটেও ভালো খেলতে পারছে না। বেঙ্গালুরুতে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই তারা জিতলে (শীর্ষে চারে ওঠার) সুযোগ বাড়বে। কারণ, পাকিস্তানের ওপরে থাকা দলগুলোও ম্যাচ হারতে পারে। তাই পাকিস্তানের ভাবা উচিত, তাদের বিশ্বকাপ কেবল শুরু হলো। নিজেদের ম্যাচগুলো আগে জিততে হবে। তারপর কী হয় দেখা যাবে।’

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ
ফাইল ছবি

ভারত জাতীয় দলে শেবাগের সাবেক সতীর্থ ইরফান পাঠান বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে পোস্ট করেন এক্সে। সেখানে তিনি বলেছেন, ‘আত্মবিশ্বাসহীন এবং বাজে খেলা বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক খেলার প্রয়োজন ছিল পাকিস্তানের। তারা সেটি খুব ভালোভাবেই করেছে। ম্যাচসেরার পুরস্কারটা শাহিনকে (আফ্রিদি) দেওয়া উচিত ছিল।’

আরও পড়ুন