মোস্তাফিজের সুযোগ কতটা বাড়ল পাতিরানার চোটে

চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজচেন্নাই সুপার কিংস

আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমানকে কেনার পর থেকেই প্রশ্ন, চেন্নাইয়ের এই দলে মোস্তাফিজের সুযোগ কই? মোস্তাফিজের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ার প্রধান কারণ মাতিশা পাতিরানা। কারণ, ডেথ ওভারে এই লঙ্কান পেসারের ওপরই ভরসা রাখে চেন্নাই। আর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই অতি পরিবর্তনে বিশ্বাসী নয়। তারা যেকোনো খেলোয়াড়কে ধারাবাহিকভাবে সুযোগ দিয়ে যায়। তবে মোস্তাফিজের একাদশে খেলার সম্ভাবনা ক্ষীণ থেকে এখন উজ্জ্বল হয়েছে পাতিরানার চোটের কারণে

৬ মার্চ সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোটে পড়ে বোলিং কোটা পূরণ না করেই মাঠ ছাড়েন পাতিরানা। এই পেসারকে নিয়ে পরে দুঃসংবাদ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তারা জানায়, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন পাতিরানা। সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ লেগে যাবে। আইপিএল শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তাই ২১ বছর বয়সী পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না এসএলসি। ক্রিকইনফো জানিয়েছে, এসএলসির অনাপত্তিপত্র পেলেই চেন্নাইয়ে যোগ দিতে পারবেন পাতিরানা। অর্থাৎ খুব দ্রুতই তাকে পাচ্ছে না চেন্নাই।

পাতিরানার চোটের পর মোস্তাফিজের খেলার সম্ভাবনা তাহলে কতটা বেড়েছে? আগামীকাল প্রথম ম্যাচে চেন্নাই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ম্যাচটি হবে চেন্নাইতে। যে উইকেটে বল সাধারণত বল গ্রিপ করে, অর্থাৎ মোস্তাফিজের কাটারের জন্য আদর্শ জায়গা। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজ এই মুহূর্তেও ছন্দে নেই। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে পেয়েছেন মাত্র ২ উইকেট, ইকোনমি রেট ১০.৯১। এরপরও সবদিক বিবেচনায় আগামীকালের ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা আছে বেশ।

গত বছর চেন্নাইয়ে শিরোপা জেতাতে দারুণ অবদান রাখেন মাতিশা পাতিরানা
ফেসবুক

পাতিরানা না থাকলেও মোস্তাফিজের জায়গা নিশ্চিত নয়। কারণ, দীপক চাহার, তুষার দেশপান্ডে আর শার্দূল ঠাকুর—তিন ভারতীয় পেসারই থাকতে পারেন একাদশে। তাঁদের মধ্যে চাহার ও শার্দূল ব্যাটিংটাও ভালোই জানেন। একাদশে জায়গা পেতে পারেন তরুণ পেসার রাজবর্ধন হাঙ্গারেকারও। তাই পেস বোলিংয়ে ঘাটতি নেই চেন্নাইয়ের। আর পাতিরানার বদলি হিসেবে স্পিনার মিচেল স্যান্টনার কিংবা মহেশ তিকশানাকে খেলাতে পারে ধোনির দল। চেন্নাইয়ের উইকেটেও তারাও কার্যকরী হতে পারেন।

আরও পড়ুন

তবু মোস্তাফিজের সুযোগ কোথায়? সুযোগ আছে কারণ, চেন্নাই দলে একেকজনের ভূমিকা একেক রকম। চাহার যেমন নতুন বলটা সামলান, তেমনি ডেথ ওভার সামলান পাতিরানা ও দেশপান্ডে। হুট করে তাদের ভূমিকা পরিবর্তন হয় না। মোস্তাফিজ ডেথ ওভার বল করতে অভ্যস্ত। আইপিএল হোক, দেশের খেলা হোক ডেথ ওভারে তিনিই বল করে থাকেন। তাই নিয়মিত ডেথ বোলার হিসেবে চেন্নাই পাতিরানার অনুপস্থিতিতে মোস্তাফিজের ওপর ভরসা রাখতেই পারে।

আইপিএল খেলতে ভারতে পৌঁছার পর মোস্তাফিজুর রহমানের এই ছবি পোস্ট করেছে তাঁর দল চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘সাদর সম্ভাষণ, মোস্তাফিজুর! ডেরায় আগমন, বাঁশি বাজাও’
ফেসবুক

তবে পাতিরানার জায়গায় যে–ই আসুক না কেন, তাঁর জায়গা পূরণ অনেক কঠিন হবে। গত আসরে ডেথ ওভারে সর্বোচ্চ ১২ ইনিংসে ১৮ উইকেট নিয়েছিলেন পাতিরানা। ওভারপ্রতি খরচ করেছিলেন মাত্র ৮ রান। এই সময়ে কমপক্ষে ৯০ বল করেছেন, এমন বোলারদের মধ্যে যা সর্বনিম্ন।

কাল মাঠে নামলে চেন্নাই সুপার কিংস হবে মোস্তাফিজের পঞ্চম আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন