‘টাইমড আউট’ উদ্‌যাপন নিয়ে যা বললেন ধনাঞ্জয়া

ছবিটি চট্টগ্রামে তোলা। ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচের আগে শ্রীলঙ্কার অনুশীলনে কামিন্দু মেন্ডিস (বাঁয়ে) ও ধনাঞ্জয়া ডি সিলভাএএফপি

শ্রীলঙ্কার টেস্ট সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে দুটি প্রশ্ন প্রত্যাশিতই ছিল। এক—বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের ‘টাইমড আউট’ উন্‌যাপন নিয়ে। দুই—নিষেধাজ্ঞা এড়াতে অবসর ভেঙে ওয়ানিন্দু হাসারাঙ্গার টেস্ট ক্রিকেটে ফেরা বিষয়টি। আগামীকাল শুরু হতে যাওয়া সিলেট টেস্টের আগে আজ শ্রীলঙ্কা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই এই দুটি বিষয় নিয়ে বেশি কথা হলো।

আরও পড়ুন

সিলেটের মাঠেই রোমাঞ্চকর টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারানোর পর ট্রফি নিয়ে ‘টাইমড আউট’ উদ্‌যাপন করেছেন লঙ্কান ক্রিকেটাররা। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম হেলমেট নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ব্যঙ্গও করেন।

প্রসঙ্গত, এই উদ্‌যাপনের কারণও জানিয়ে রাখা ভালো। গত বছর নভেম্বরে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেছিল বাংলাদেশ। সে ঘটনা নিয়েই এই খোঁচাখুঁচি। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে কেউ কেউ রসিকতা করে ‘টাইমড আউট ডার্বি’ও বলছেন।  

টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর টাইমড আউট উদ্‌যাপন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল
প্রথম আলো

তা, ‘টাইমড আউট’ ডার্বির পরের পর্বে কী থাকছে? দুই দলের মধ্যে আরও একটি সিরিজের আগে লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়াকে এ প্রশ্নটা জিজ্ঞেস করা হয়। হাসতে হাসতে উত্তরে ধনাঞ্জয়া বললেন, ‘যদি আমরা জিতি, তারপর আপনি দেখতে পাবেন।’

আরও পড়ুন

হাসারাঙ্গার প্রসঙ্গে অবশ্য এতটা হাসিঠাট্টা হলো না। প্রসঙ্গটা উঠতেই পাশ থেকে লঙ্কান ম্যানেজার মাহিন্দা হালানগোদা ফিসফিস করে ধনাঞ্জয়াকে কিছু একটা বললেন। এরপর নিজেই প্রশ্নের উত্তরটা দিলেন, ‘আসলে তথ্যটা ভুল। হাসারাঙ্গা আমাদের চিঠি দিয়েছিল যে সে তার সিদ্ধান্ত বদলেছে, সে টেস্ট খেলতে চায়। চিঠিটা ক্রিকেট বোর্ডের কাছে আছে। নির্বাচকেরা পরে চিন্তা করেছে তাকে টেস্ট সিরিজে দলে নেবে। এটা ওই ঘটনার (নিষেধাজ্ঞার) সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়।’

ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের শাস্তি পান হাসারাঙ্গা (ডানে)
প্রথম আলো

বাংলাদেশের বিপক্ষে সিরিজে শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে শাস্তি পান হাসারাঙ্গা। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয় তাঁর নামের পাশে। এর আগে আফগানিস্তানের সঙ্গে সিরিজে আম্পায়ারের সমালোচনা করে নিষিদ্ধ হয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচে ছিলেন না তিনি। এবার ২ বছর ব্যাপ্তির মধ্যে ৮টি ডিমেরিট পেয়ে ২টি টেস্ট বা ৪টি ওয়ানডে বা ৪টি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হন।

আরও পড়ুন