নিউজিল্যান্ড সিরিজে নেই তাসকিন

তাসকিন আহমেদছবি : এএফপি

গুলশানের যে হোটেল ঢাকায় চন্ডিকা হাথুরুসিংহের ঠিকানা, সেখানেই আজ হয়েছে সভাটা। সভা বলতে তিন নির্বাচক মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাকের সঙ্গে বাংলাদেশ দলের প্রধান কোচের আলোচনা। আলোচনার বিষয় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের দল নির্বাচন।

আরও পড়ুন

এই সিরিজের জন্য ২৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। তার এক-দুই দিন আগে ঘোষিত হবে দল। সেই দলে কারা থাকবেন, সেটি এখনো চূড়ান্ত নয়। তবে আঙুলে চোট পাওয়া সাকিব আল হাসানের সঙ্গে টেস্ট সিরিজের দলে যে আরও একজন থাকছেন না, সেটি এখন নিশ্চিত—তাসকিন আহমেদ।

কাঁধের পুরোনো চোটে ভুগছেন তাসকিন
ছবি : প্রথম আলো

কাঁধের পুরোনো চোট নিয়ে নতুন করে ভুগছেন জাতীয় দলের এই পেসার। অবশ্য তাঁর সমস্যাটা কখনোই পুরোপুরি যায়নি। ব্যথা সামলেই খেলেন তিনি। কিন্তু এবার বিসিবির মেডিকেল বিভাগ পরামর্শ দিয়েছে, এভাবে না খেলিয়ে তাসকিনকে লম্বা সময়ের জন্য বিশ্রামে পাঠানোই ভালো। যেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরতে পারেন।

আরও পড়ুন

সে পরামর্শ মেনে তাঁকে আসলেই লম্বা বিশ্রাম দেওয়া হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত যে সিলেট ও ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দুটি তিনি খেলছেন না।

এই সিরিজের পরপরই তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ডে। নির্বাচকেরা আশাবাদী, তাসকিনকে তখন পাওয়া যাবে। যদিও তাসকিনের জন্য মেডিকেল বিভাগের ‘লম্বা সময়ের বিশ্রাম’তত্ত্বে সেই সিরিজটাও আছে।