নামবিভ্রাট নয়, আসল শশাঙ্ককেই নিয়েছে পাঞ্জাব

শশাঙ্ক সিং ২০২৪ আইপিএলে খেলবেন পাঞ্জাব কিংসের হয়েএক্স

তাহলে পাঞ্জাব কিংস ভুল শশাঙ্ক সিংকে কেনেনি! আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল পাঞ্জাব কিংস এমনটাই জানিয়েছে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সঠিক শশাঙ্ককেই কিনেছে। পাঞ্জাবের এমন টুইটে হাঁফ ছেড়ে বেঁচেছেন ক্রিকেটার শশাঙ্ক। তিনিও টুইট করে পাঞ্জাবকে ধন্যবাদ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাঞ্জাব কিংস জানিয়েছে, ‘দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে শশাঙ্ককে নেওয়ার লক্ষ্য আমাদের সব সময়ই ছিল। একটা জটিলতা তৈরি হয়েছিল তালিকায় দুই ক্রিকেটারের একই নাম হওয়ায়। শশাঙ্ককে দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’ এই পোস্ট শেয়ার করে শশাঙ্ক লিখেছেন, ‘সবই ঠিক আছে। আমার প্রতি ভরসা করার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন

গত পরশু দুবাইয়ে ২০২৪ আইপিএলের নিলাম হয়েছে। ক্ষুদ্র পরিসরের এই নিলামে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে শশাঙ্ক সিংয়ের নাম ডাকা হয়। তিনি অবিক্রীত থেকে যান। ৩ মিনিট পরই আরও এক শশাঙ্ক সিংয়ের নাম ডাকা হয়। তাকে ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপিতে দলে নেয় পাঞ্জাব।

এরপর নিলাম পরিচালনার দায়িত্বে থাকা মল্লিকা সাগর তনয় থিয়াগারাজনের নাম ডাকেন। এই ভারতীয় ক্রিকেটারকেও কেনে পাঞ্জাব। তখনই পাঞ্জাবের টেবিলে আলোচনা শুরু হয়।

আরও পড়ুন

টেবিল থেকে প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়া বার্তা পাঠান তারা ভুল শশাঙ্ককে কিনেছেন। তখন সাগর তাদের জিজ্ঞাসা করেন, ‘তোমরা এই প্লেয়ারকে চাও না? পাঞ্জাবের পক্ষ থেকে ‘না’ উত্তর দিলে সাগর জানিয়ে দেন হাতুড়ির ঘা পড়ে গেছে। অর্থাৎ এই ক্রিকেটারকে নিতেই হবে।’

তবে গতকাল পাঞ্জাবের পক্ষ থেকে জানানো হলো, এই শশাঙ্ককেই তারা কিনতে চেয়েছিল। দল পাওয়া শশাঙ্ক সিং আইপিএলে ২০২২ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন। ১৭ গড়ে রান করেছেন ৬৯। স্ট্রাইকরেট ১৪৬.৪১।

আরও পড়ুন