আত্মজীবনী পড়ে ভ্রু কুঁচকে যাবে, প্রতিশ্রুতি ওয়ার্নারের

সম্প্রতি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ডেভিড ওয়ার্নারক্রিকেট অস্ট্রেলিয়া

টেস্ট ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন। ঘরের মাঠ সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামার আগে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। ডেভিড ওয়ার্নার এখন শুধু অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি ক্রিকেটার।

দুই সংস্করণকে বিদায় বলে দেওয়ায় ওয়ার্নারের হাতে অফুরন্ত সময়। এই অখণ্ড অবসরে নিজের আত্মজীবনী শেষ করে ফেলবেন অস্ট্রেলিয়ান ওপেনার। ওয়ার্নার প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর আত্মজীবনী পড়ে অনেকের ভ্রু কুঁচকে যাবে।

‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামের একটি ক্রিকেটবিষয়ক পডকাস্টে গতকাল অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনকে সাক্ষাৎকার দেন ওয়ার্নার। সে সাক্ষাৎকারেই এ কথা বলেছেন।

ক্যারিয়ারে বেশ কয়েকবার বিতর্কের জন্ম দিয়েছেন ওয়ার্নার। ২০১৩ সালে বার্মিংহামে এক পানশালায় জো রুটকে ঘুষি মারা থেকে ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারি—এমন অনেক ঘটনার আদ্যোপান্ত নিজের আত্মজীবনীতে তুলে ধরবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।

আরও পড়ুন

সাক্ষাৎকারে ওয়ার্নার বলেছেন, ‘আমার একটি বই আসছে। আমার বিশ্বাস, এটি পড়ে সবাই মজা পাবেন। বইটিতে এমন অনেক কিছুই থাকছে, যা পড়ে কারও কারও ভ্রু কুঁচকে যাবে।’ আত্মজীবনীর কাজ কোন পর্যায়ে আছে, সেটাও জানিয়েছেন ওয়ার্নার, ‘শুরুতে ১ হাজার ৫০০ পৃষ্ঠা করতে চেয়েছিলাম। পরে তা বাড়িয়ে দুই হাজার পৃষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি। বেশ কয়েকটি অধ্যায় আমাকে সম্পাদনা করতে হবে। আরও কিছু ঘটনা আছে, যেগুলো যুক্ত করতে হবে।’

অন্য আত্মজীবনী থেকে এটি সম্পূর্ণ ভিন্নধর্মী হবে বলে মনে করেন ওয়ার্নার, ‘আমি যা জানি, অন্যরা যা জানে, এটি সম্ভবত সে রকম হবে না। কারণ, এ ধরনের বিষয় ইটের বদলে পাটকেল মারার মতো দেখায়। আমার গল্পটা সে ধরনের নয়। আমি চাই, এই আত্মজীবনীর মাধ্যমে মানুষ আমার (ক্রিকেট) যাত্রা, আমার বেড়ে ওঠা, শিক্ষাদীক্ষা সম্পর্কে জানুক। জো রুটের কাহিনিও এর মধ্যে পাবেন (হাসি), জিম্বাবুয়ে সফরেও অনেক কিছু ঘটেছে। এমন সব গল্পই থাকছে।’

জো রুটকে একবার ঘুষি মেরেছিলেন ডেভিড ওয়ার্নার। পরে ঝামেলা মিটমাটের পর ঘুষি–কাণ্ড নিয়ে দুজন এভাবেই মজা করেছেন
এক্স

বল টেম্পারিং কেলেঙ্কারির ঘটনাটিও বইটিতে গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন ওয়ার্নার, ‘এটা নিয়েও ভেবেছি। আমার মনে হয়, এটা এখন অতীত। এরপরও ঘটনাটিকে বারবার সামনে টেনে নিয়ে আসা হয়। এটা নিয়ে অনেক জল্পনাকল্পনা হয়েছে, অনেক কথা হয়েছে। কিন্তু আমার কাছে এটি ছিল দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। অস্ট্রেলিয়া দল বেশ ভালো অবস্থানে আছে। তিন সংস্করণেই আমরা ভালো খেলছি। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

টেস্ট থেকে অবসর নেওয়ার আগেই নিজের জায়গায় পছন্দের ওপেনার হিসেবে মার্কাস হারিসের নাম বলে সমালোচিত হন ওয়ার্নার। এই সাক্ষাৎকারেও তিনি হ্যারিসের নামই বলেছেন।

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ হন ওয়ার্নার
এএফপি

তবে বন্ধুপ্রতিম সতীর্থ স্টিভেন স্মিথেরও সম্ভাবনা দেখছেন, ‘এটা কঠিন প্রশ্ন। আগেও বলেছি, নিজেকে কখনো ওপেনার হিসেবে দেখিনি। পরে ওই জায়গাতেই একটা পথ খুঁজে পেয়েছি। আমার মনে হয় স্মিথ ভালো করতে পারে। সে বিশ্বের সেরা ব্যাটসম্যান। সে যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। একটা উপায় খুঁজে বের করবেই।’