সিডনি টেস্ট: বেরসিক বৃষ্টি ও আলোর স্বল্পতার আগে ২ উইকেট পাকিস্তানের

আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর মাঠ ছাড়ছে পাকিস্তান দলএএফপি

সিডনি টেস্টে গতকাল বিনা উইকেটে ৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ বৃষ্টি এবং আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের পুরো খেলা হয়নি। মোট ৪৬ ওভার খেলা হওয়ার পর পাকিস্তানের খেলোয়াড়দের ডেকে আলোর স্বল্পতার কথা বলেন মাঠের আম্পায়ার।

ফক্স ক্রিকেট জানিয়েছে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৭তম ওভারের খেলা শেষে মাঠের আম্পায়াররা পাকিস্তানের ফিল্ডারদের ডেকে আলোকস্বল্পতার কথা জানান। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে আম্পায়াররা স্পিনারদের দিয়ে বল করানোর প্রস্তাব দেন। কিন্তু মাসুদ এক প্রান্ত থেকে পেসার আমের জামালকে দিয়ে বল করানোর ইচ্ছার কথা জানান। তখন বৃষ্টিও চোখ রাঙাচ্ছিল।

পরিস্থিতি বুঝে আগেভাগেই চা–বিরতি ঘোষণা করেন মাঠের দুই আম্পায়ার। এরপর বৃষ্টি নামায় দিনের বাকি খেলা আর হয়নি। অস্ট্রেলিয়া ২ উইকেটে ১১৬ রানে থাকতে দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান। অস্ট্রেলিয়া এখনো ১৯৭ রান পিছিয়ে।

আরও পড়ুন

বাংলাদেশ সময় আজ সকাল ৯টা ২৩ মিনিটে বন্ধ হয় দ্বিতীয় দিনের খেলা। গতকাল মাত্র ১ ওভার ব্যাটিং করা অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি আজ ভালো শুরু এনে দিয়েছিল। ৭০ রানের জুটি গড়েছিলেন উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার ব্যক্তিগত ২০ রানে স্লিপে সাইম আইয়ুবের হাতে ‘জীবন’ পেলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৩৪ রানে আগা সালমানের বলে সেই স্লিপেই ক্যাচ দেন বাবর আজমকে।

প্রথম সেশনে ওয়ার্নারকে হারানোর পর দ্বিতীয় সেশনে খাজাকে হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৪৭ রানে আমেরের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন। এর আগে মারনাস লাবুশেনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন খাজা। স্টিভেন স্মিথকে নিয়ে আরও ৮ রান যোগ করে লাবুশেন অপরাজিত ২৩ রানে।

৩৪ রানে আউট হন ওয়ার্নার
এএফপি

দ্বিতীয় সেশনে পানি পানের বিরতির কিছুক্ষণ পরই খেলা বন্ধ হয়। নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট আগে চা–বিরতির ঘোষণা দেওয়ার আগেই ফ্লাডলাইট জ্বলেছে সিডনিতে। আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে, সিডনিতে আজ দিনের বাকি সময় বৃষ্টির সম্ভাবনা বেশি। অস্ট্রেলিয়ার ইনিংসে এখন পর্যন্ত খাজাই সবচেয়ে বেশি প্রতিরোধ গড়েছেন। ১৪৩ বলে ৪টি চারে ‘দেয়াল’ হয়ে উঠেছিলেন এই বাঁহাতি ওপেনার। তবে পাকিস্তানের পেসাররা যে ভালো জায়গায় বল করেছেন, তার একটি প্রমাণ হতে পারে অস্ট্রেলিয়ার ওভারপ্রতি ২.৪৬–এর বেশি রান তুলতে না পারা।

টেস্ট ক্রিকেট নিয়ে এটা আমার একটা বিরক্তির জায়গা—একটু সুযোগ পেলেই আমরা মাঠ ছাড়ার পথটা খুঁজে নিই। টি–টোয়েন্টি কিংবা ৫০ ওভারের খেলায় কিন্তু মাঠে থাকতে হয়।
মাইকেল ভন

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার গতকালই ব্যাটিংয়ে নামার সময় গার্ড অব অনার পেয়েছেন পাকিস্তান দলের কাছ থেকে। আজ ব্যাটিংয়ে নামার সময় তাঁকে উঠে দাঁড়িয়ে সম্মান দেখান সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) দর্শকেরা। তবে ব্যাটিংয়ে খুব স্বচ্ছন্দ মনে হয়নি এই বাঁহাতি ওপেনারকে। বল বেশ কয়েকবার তাঁর ব্যাটের কানায় লেগে বিপদের আশঙ্কা জাগিয়েছে। মাঝব্যাটে স্বস্তির সঙ্গে খেলতে পারেননি ওয়ার্নার। আউট হয়ে ফেরার সময়ও তাঁকে উঠে দাঁড়িয়ে সম্মান জানান দর্শকেরা।

মেঘলা কন্ডিশনে আজ ব্যাটিং প্রথম দিনের তুলনায় একটু কঠিন ছিল বলে জানিয়েছে ক্রিকইনফো। উইকেট থেকে সালমানের অসমান বাউন্স পাওয়া তাঁর একটা কারণ হতে পারে। তবে মধ্যাহ্নভোজের পর পাকিস্তানও দুশ্চিন্তায় পড়েছিল। চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন পেসার হাসান আলী। পরে অবশ্য মাঠে ফিরেছেন।

খাজা বেশ কিছুক্ষণ উইকেটে টিকলেও ইনিংস বড় করতে পারেননি
এএফপি

আলোর স্বল্পতার মধ্যে খেলা চালিয়ে যেতে আম্পায়ারদের স্পিনারকে দিয়ে বল করানোর প্রস্তাব ভালো লাগেনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ভনের। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম চ্যানেল নাইন তাঁর উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘আসলেই? সে (আমের জামাল) কি এতটাই বিপজ্জনক? অস্ট্রেলিয়া মাত্র ২টি উইকেট হারিয়েছে। টেস্ট ক্রিকেট নিয়ে এটা আমার একটা বিরক্তির জায়গা—একটু সুযোগ পেলেই আমরা মাঠ ছাড়ার পথটা খুঁজে নিই। টি–টোয়েন্টি কিংবা ৫০ ওভারের খেলায় কিন্তু মাঠে থাকতে হয়।’

আরও পড়ুন

ভন এরপর আরও বলেন, ‘হ্যাঁ, আপনি আউট হতে পারেন। বাজে শট খেলতে পারেন। কিন্তু এমন একটি বলও হয়নি, যেটা খেলার পর মারনাস কিংবা স্মিথ আম্পায়ারকে বলবে, “বলটা দেখিনি।”’ সতীর্থ ধারাভাষ্যকার এবং অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টও ভনের কথায় সায় দেন, ‘এমনকি মারনাস খাটো লেংথের বলগুলো থেকেও স্কোর করার প্রয়োজন মনে করেনি। দেখে মনে হয়নি, সে কোনো বিপদের মধ্য দিয়ে যাচ্ছে...এটা সবার জন্যই হতাশার।’

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৭৭.১ ওভারে ৩১৩

(রিজওয়ান ৮৮, জামাল ৮২; কামিন্স ৫/৬১, ২/৭৫ স্টার্ক)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৪৭ ওভারে ১১৬/২

(খাজা ৪৭, ওয়ার্নার ৩৪, লাবুশেন ২৩*, স্মিথ ৬*; সালমান ১/১৮, জামাল ১/২৬)

* ২য় দিন শেষে

আরও পড়ুন