ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ম্যাচ

ভারত–অস্ট্রেলিয়া ফাইনাল দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিলেন প্রায় দেড় লাখ দর্শকএএফপি

গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় ১ লাখ দর্শককে স্তব্ধ করে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। ১৩তম বিশ্বকাপ আসরের এই ফাইনালই ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ম্যাচের রেকর্ড গড়েছে। গতকাল নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

টিভি ও অন্যান্য সম্প্রচার মাধ্যমে ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল দেখা হয়েছে ৮ হাজার ৭৬০ কোটি মিনিট।  টুর্নামেন্টের মূল সম্প্রচার অংশীদার ডিজনি স্টারের স্ট্রিমিংয়েও ম্যাচটি সর্বোচ্চ দর্শকের রেকর্ড গড়েছে। সেখানে একসঙ্গে খেলাটিতে চোখ রেখেছেন ৫ কোটি ৯০ লাখ দর্শক। সব মাধ্যম মিলিয়ে পুরো বিশ্বকাপ প্রথমবার ১ লাখ কোটি মিনিট দেখার মাইলফলক ছুঁয়েছে। এর মধ্যে শুধু ডিজনি স্টারেই টুর্নামেন্ট দেখা হয়েছে ৪২ হাজার ২০০ কোটি মিনিট।

২০১৯ বিশ্বকাপের তুলনায় ২০২৩ বিশ্বকাপ ১৭ শতাংশ বেশি দেখা হয়েছে, যা ২০১১ আসরের চেয়ে ৩৮ শতাংশ বেশি। শুধু ফাইনালের হিসাব করলে ২০১১-এর চেয়ে ৪৬ শতাংশ বেশি দেখা হয়েছে এবারেরটি। এক যুগ আগের ফাইনালের সঙ্গে তুলনা টানার কারণ সেবারই শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ভারতে। মুম্বাইয়ের সেই ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এবারের ফাইনালের আগে ২০১১ ফাইনালই ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দেখা শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল।

সম্প্রচারমাধ্যমে দর্শকসংখ্যার রেকর্ড গড়ার ক্ষেত্রে নারীরাও বড় ভূমিকা রেখেছেন। ২০১১ সালে মোট দর্শকের ৩২ শতাংশ ছিলেন নারী। এবার সেটা বেড়ে হয়েছে ৩৪ শতাংশ।  

আরও পড়ুন

ভারতের বাইরেও টিভি দর্শকসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। যুক্তরাজ্য থেকে ৫৮৬ কোটি মিনিট সরাসরি বিশ্বকাপ দেখা হয়েছে, অস্ট্রেলিয়া থেকে ২৭৯ কোটি মিনিট। পাকিস্তানের মানুষও বিশ্বকাপ দেখায় রেকর্ড গড়েছে। দেশটি থেকে ২৩ হাজার ৭২০ কোটি মিনিট বিশ্বকাপ দেখা হয়েছে।

বিশ্বকাপ ফাইনালে ভারতীয় সমর্থকদের নীল–সমুদ্র
এএফপি

আর সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলির ৫০তম ওয়ানডে শতকের মুহূর্ত দেখা হয়েছে সবচেয়ে বেশি ৭ কোটি ৮০ লাখ বার। এরপরই আছে লিগ পর্বে আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে ব্যথায় কাতর গ্লেন ম্যাক্সওয়েলের উঠে দাঁড়ানোর মুহূর্তটি। সেদিন ২০১ রানের অতিমানবীয় ইনিংস খেলার পথে পায়ের মাংসপেশিতে টান লেগে ক্রিজে লুটিয়ে পড়েছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু ইস্পাত দৃঢ় মানসিকতার এই অলরাউন্ডার ব্যথা নিয়েই উঠে দাঁড়ান। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা হয়েছে ৫ কোটি বার। শচীন টেন্ডুলকারের সঙ্গে কোহলির আলিঙ্গনের মুহূর্ত ইনস্টাগ্রামে দেখা হয়েছে ৪ কোটি বার।

আরও পড়ুন

২০২৩ বিশ্বকাপে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্টের ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সঙ্গে আইসিসির অংশীদারত্ব ছিল। মেটার দুই মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে বিশ্বকাপের ভিডিও দেখা হয়েছে ১ হাজার ৬৩০ কোটি বার।

ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে খেলা দেখার ক্ষেত্রেও রেকর্ড গড়েছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ৯ কোটি ৭৫ লাখ একক দর্শক (ইউনিক ভিজিটর) ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে এবারের বিশ্বকাপ দেখেছেন, যা ২০১৯ আসরের তুলনায় ২৯ শতাংশ বেশি। এ ছাড়া ওয়েবসাইটের পেজ ভিউ বেড়ে হয়েছে ৭০ কোটি ৪ লাখ, যা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ৯৬ শতাংশ বেশি।