আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে আনন্দে ভাসছেন মাশরাফি–সাকিবরাও

বিশ্বকাপ ট্রফি হাতে মেসি, দি মারিয়া, দিবালাদের বাঁধনহারা উচ্ছ্বাসছবি : ফিফা

৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনা ও লিওনেল মেসির হাতে উঠল ফুটবল বিশ্বকাপের ট্রফি। রোমাঞ্চকর ফাইনালের রাতে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা পেয়েছে পরম আরাধ্যের শিরোপা। আর তাতে উদ্বেলিত ও উচ্ছ্বসিত আর্জেন্টিনা ও মেসির সমর্থকেরা। উল্লাসের সে ঢেউ এসে স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেটকেও।

বাংলাদেশ ক্রিকেটের বড় একটি অংশ আর্জেন্টিনার সমর্থক। সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বর্তমান টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নাম এ ক্ষেত্রে সবার আগে আসবে। কাল দুজনই আর্জেন্টিনার শিরোপা জয়ের উল্লাসে যোগ দিতে রাস্তায় নেমেছেন।

আরও পড়ুন

গতকাল রাতে সাকিব গায়ে মেসির জার্সি জড়িয়ে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। রাস্তায় আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে জয় উদ্‌যাপন করতে দেখা যায় সাকিবকে। গাড়ির স্টিয়ারিংয়ে বসেই মেসির জার্সি ঝাঁকিয়ে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের শিরোপা জয়ের উল্লাস প্রকাশ করেন।

মাশরাফিও প্রিয় দলের শিরোপা জয়ে বুনো উল্লাস করেছেন। অনেক মানুষের ভীড়ে দাঁড়িয়ে ঢোল বাজিয়ে প্রিয় দলের সাফল্য উদ্‌যাপন করেন তিনি। সঙ্গে মাশরাফির ছেলেমেয়েও ছিল।

আরও পড়ুন
বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল বলা হচ্ছে এটিকে
ছবি : ফিফা

সেই ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে মাশরাফি ক্যাপশনে লিখেছেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদ্‌যাপনটা বাচ্চাদের সঙ্গেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশা আল্লাহ কোনো একদিন বাংলাদেশের জন্য এমন উদ্‌যাপন করতে চাই।’

মেসিদের ট্রফি জয়ের রাতে ম্যারাডোনাকেও স্মরণ করেছেন মাশরাফি। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আমিও আজ আবেগাক্রান্ত, আর্জেন্টিনার জয় দেখেছি অনেক, কিন্তু বিশ্বকাপ জয় প্রথম। লিও তোমার প্রতি অফুরান ভালোবাসা। কিন্তু আমার গুরু তো স্রেফ একজন, যে আজ এই পৃথিবীতে নেই। সে থাকলে আজ কী করত কে জানে! তার মতো আবেগ দিয়ে কেউ ফুটবল খেলেছে কি না সন্দেহ। গুরু তোমায় আজ অনেক মিস করছি। ওপারে ভালো থেকো, দ্য গ্রেটেস্ট ম্যারাডোনা।’

আরও পড়ুন
পরিবারের সঙ্গে মেসির বিজয়োল্লাস
ছবি : ফিফা

আর্জেন্টিনার কোচিং স্টাফের প্রশংসা করে মাশরাফি আরও লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন মেসিবাহিনীকে। স্পেশালি কোচ স্কালোনিসহ পুরো কোচিং স্টাফকে। সেই সাথে অভিনন্দন বাংলাদেশসহ পৃথিবীর লক্ষ লক্ষ আর্জেন্টিনা–সমর্থকদের, যারা হাজারো কটুক্তি আর কথা হজম করে, শুধু এই দিনটার অপেক্ষায় ছিল। আজ তোমাদের আনন্দ করার দিন, আর অন্যদের দেখার।’

আরও পড়ুন

বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনেকেই ফাইনাল ম্যাচটা দেখেছেন চট্টগ্রামের টিম হোটেলে। গতকাল চট্টগ্রাম টেস্ট শেষে করে ঢাকায় ফিরেছেন শুধু সাকিবই। দলের বাকিদের আজ দ্বিতীয় টেস্টের ভেন্যু ঢাকায় ফেরার কথা।
তার আগে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটা দলের সবাই মিলে একসঙ্গে দেখার অভিজ্ঞতা হলো ক্রিকেটারদের। মেসির হাতে ট্রফি দেখতে পেয়ে দলের সবাই খুশি। কাল লিটন দাস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ট্রফি উঁচিয়ে ধরার ছবি পোস্ট করে লিখেছেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। কী এক ম্যাচ আর আর্জেন্টিনার কী এক জয়! মেসি, আপনি এর যোগ্য।’

আরও পড়ুন
আর্জেন্টিনার পরমানন্দ আর ফ্রান্সের নিদারুণ যন্ত্রণা
ছবি : ফিফা

চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া তরুণ ব্যাটসম্যান জাকির হাসান তো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক স্টোরি দিয়েই যাচ্ছিলেন। জাকির নিজেও আর্জেন্টিনার ভক্ত। দীর্ঘ অপেক্ষার পর মেসির হাতে ট্রফি দেখতে পাওয়ার আনন্দটা অন্য রকম। মেসির ট্রফি নেওয়ার ছবিতে লিটনের মতো তিনিও লিখেছেন, ‘আপনিই এর যোগ্য।’
নাজমুল হোসেন তো ধারাভাষ্যকারের কথাটা হুবহু লিখে দিয়েছেন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে। মেসির ট্রফি নিয়ে উদ্‌যাপনের মুহূর্তের ভিডিও করে তিনি সেটার ক্যাপশনে লেখেন, ‘ট্রফিটা হস্তান্তর হলো ‘জিনিয়াস’ লিও মেসির হাতে। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।’

আরও পড়ুন