পারফরম্যান্সের চেয়ে আচরণ বেশি গুরুত্বপূর্ণ, ভারতের নতুন অধিনায়ককে গাভাস্কার

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলএএফপি

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলকে আচার-আচরণের দিকে মনোযোগী থাকার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। বর্তমানে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে পরিচিত গাভাস্কার গিলকে উদ্দেশ করে বলেছেন, একজন অধিনায়কের পারফরম্যান্সের চেয়ে তার আচরণ বেশি গুরুত্বপূর্ণ।

রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর ২৫ বছর বয়সী গিলকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ দিয়ে ভারতীয় ক্রিকেটে গিল-যুগ শুরু হতে যাচ্ছে।

আপনি যখন অধিনায়ক হন, তখন এমনভাবে আচরণ করতে হয়, যাতে দলের বাকি খেলোয়াড়েরা আপনাকে সম্মান করে। অধিনায়কের পারফরম্যান্সের চেয়ে তার আচরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সুনীল গাভাস্কার, ভারতের সাবেক অধিনায়ক
ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার
সুনীল গাভাস্কারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে

স্পোর্টস তাক অনুষ্ঠানে গাভাস্কার বলেন, ‘ভারতের অধিনায়ক নির্বাচিত হলে সেই খেলোয়াড়ের ওপর সব সময়ই চাপ থাকে, কারণ শুধু দলের সাধারণ সদস্য হওয়া আর অধিনায়ক হওয়ার মধ্যে একটা বড় পার্থক্য আছে।’ একজন অধিনায়কের কাছ থেকে দল সবচেয়ে বেশি কী চায় তুলে ধরে তিনি বলেন, আপনি যখন দলের একজন সদস্য হিসেবে থাকেন, তখন সাধারণত নিজের আশপাশের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেই মেলামেশা করেন। কিন্তু আপনি যখন অধিনায়ক হন, তখন এমনভাবে আচরণ করতে হয়, যাতে দলের বাকি খেলোয়াড়েরা আপনাকে সম্মান করে। অধিনায়কের পারফরম্যান্সের চেয়ে তার আচরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

শনিবার অধিনায়ক হিসেবে গিলের নাম ঘোষণার পর রোববার তাঁকে নিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে গিল বলেন, ‘ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগটা আমার জন্য বড় সম্মানের। বড় দায়িত্বের। আমি রোমাঞ্চকর সুযোগটি কাজে লাগানোর অপেক্ষায় আছি। ইংল্যান্ড সফরও রোমাঞ্চকরই হবে।’

সাবেক অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুবমান গিল
এএফপি

গিল নিজেও যে নেতৃত্বের বিষয়টিকে বিশেষভাবে দেখছেন, সেটি তুলে ধরে বলেন, ‘আমি বিশ্বাস করি শুধু পারফরম্যান্স দিয়ে নয়, দৃষ্টান্ত তৈরি করে নেতৃত্ব দিতে হয়। বিশেষ করে মাঠের বাইরে শৃঙ্খলা ও পরিশ্রম দিয়ে। আইপিএলে গুজরাট টাইটানসকে নেতৃত্ব দেওয়া গিল এমন এক সময়ে ভারতের টেস্ট অধিনায়ক হয়েছেন, যখন রোহিত ও বিরাট কোহলি দুজনই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

আরও পড়ুন