র‌্যাঙ্কিংয়েও ছাপ ফেললেন সিকান্দার রাজা

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তিন বিভাগেই এগিয়েছেন সিকান্দার রাজছবি: এএফপি

টানা দুই ইনিংসে ম্যাচ জেতানো সেঞ্চুরি। বল হাতে দুই ম্যাচে ৪ উইকেট। নয় বছর পর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা সিকান্দার রাজার। আজ প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়েও পারফরম্যান্সের পুরস্কার পেলেন রাজা। জিম্বাবুইয়ান অলরাউন্ডার এগিয়েছে ব্যাটিং-বোলিং-অলরাউন্ডার, তিন বিভাগেই।

ব্যাটিংয়ে ১০ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন রাজা। নয় বছরের ওয়ানডে ক্যারিয়ারে রাজার এটিই সর্বোচ্চ অবস্থান। বোলিংয়ে রাজা এগিয়েছেন তিন ধাপ, উঠেছেন ৭৯ নম্বরে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসেরা চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেওয়া রাজা।

বোলিংয়ে ১০ ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম
ফাইল ছবি

ব্যাটিংয়ে বাংলাদেশের শীর্ষ দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম গত সপ্তাহের মতোই ১৬ ও ১৯ নম্বরে আছেন। এক ধাপ এগোনো লিটন উঠেছেন ২৮-এ। সিরিজে না থাকা সাকিব আল হাসান দুই ধাপ পিছিয়ে নেমেছেন ৩০-এ। মাহমুদউল্লাহ আছেন আগের মতোই ৩৫ নম্বরে।

ওয়ানডে বোলিংয়ে বাংলাদেশের এক নম্বর মেহেদী হাসান মিরাজ গত বুধবারের মতোই ষষ্ঠস্থানে আছেন। তবে পিছিয়েছেন বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় সেরা বোলার সাকিব ও মোস্তাফিজ। সাকিব ১২ থেকে ১৪ নম্বরে ও মোস্তাফিজ ১৩ থেকে ১৬ নম্বরে নেমে গেছেন। চার ধাপ পিছিয়ে তাসকিন নেমে গেছেন ৪২-এ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ১০ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৭১ নম্বরে।

ওয়ানডেতে ব্যাটিংয়ে পাকিস্তানের বাবর আজম, বোলিংয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান ধরে রেখেছেন শীর্ষ স্থান।

টি-টোয়েন্টিতে বাবরই এক নম্বর

টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম
ফাইল ছবি

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের বাবর আজমকে সরিয়ে এক নম্বর হওয়ার সুযোগ ছিল ভারতের সূর্যকুমার যাদবের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ২৪ রান করা ভারতীয় ওপেনার টপকাতে পারেননি পাকিস্তান অধিনায়ককে। গত সপ্তাহে বাবরের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্টে পিছিয়ে থাকা সূর্যকুমার এখন ১৩ পয়েন্টে পিছিয়ে।

আরও পড়ুন