বাংলাদেশ কতটা ভালো দল, বিশ্বকাপে সবাইকে দেখাতে চান অধিনায়ক সাকিব

ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর এবার নিজের চ্যালেঞ্জের কথা জানিয়েছেন সাকিবশামসুল হক

গত চার বছরে বাংলাদেশ কতটা ভালো দল হয়ে উঠেছে, সেটি বিশ্বকাপে দেখানোর ভালো একটা সুযোগ আছে বলে মনে করেন নতুন অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কত্ব তাঁর জন্য নতুন কিছু নয় জানালেও দল হিসেবে সামনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পর এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে সাকিবই ছিলেন নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য নাম। অবশেষে ১১ আগস্ট নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পরে বিসিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের প্রতিক্রিয়া জানান নাজমুল, যদিও সাকিবের কোনো প্রতিক্রিয়া সেখানে ছিল না।

সাকিব আপাতত ব্যস্ত শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে। গল টাইটানসের হয়ে শ্রীলঙ্কার এ টি-টোয়েন্টি লিগ খেলছেন বাংলাদেশ অধিনায়ক, সে দলে যোগ দিয়েছেন সাকিবের সঙ্গে সম্ভাব্য অধিনায়ক হিসেবে নাম আসা লিটন দাসও। যদিও জাফনা কিংসের বিপক্ষে আজকের ম্যাচে লিটন খেলেননি।

অধিনায়কত্ব যে তাঁর জন্য নতুন কিছু নয়, মনে করিয়ে দিয়েছেন সাকিব
প্রথম আলো

গলের ব্যাটিং ইনিংসের সময় মাঠের পাশে উপস্থাপিকা রিধিমা পাঠকের সঙ্গে কথা বলেন সাকিব। ম্যাচ নিয়ে কথা বলার সময় আসে অধিনায়কত্বের প্রসঙ্গও। অধিনায়কত্ব পাওয়া নিয়ে রিধিমা অভিনন্দন জানানোর পর সাকিব বলেন, ‘এটা আসলে আমার জন্য নতুন কিছু নয়।’

২০১৯ সালের বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ উজ্জ্বল ছিলেন সাকিব। যদিও আশা জুগিয়েও সেমিফাইনালে উঠতে ব্যর্থ বাংলাদেশ ১০ দলের বিশ্বকাপ শেষ করেছিল ৮ নম্বরে থেকে। তবে এবার অধিনায়কত্ব পাওয়ার পর তাঁর লক্ষ্য নিয়ে বলতে গিয়ে সাকিব বললেন গত চার বছরে উন্নতির কথাই, ‘তবে আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে।’

আরও পড়ুন

ওয়ানডে বরাবরই বাংলাদেশের শক্তির জায়গা। সর্বশেষ বিশ্বকাপ সুপার লিগেও বাংলাদেশ ছিল ৩ নম্বরে। তবে বিশ্বকাপের মাস দুয়েক আগে অধিনায়কত্বে বদল যেকোনো দলকেই একটু নড়বড়ে করে দিতে পারে। অবশ্য আগে থেকেই দুই সংস্করণে অধিনায়ক বলে সাকিবের অধীনে বাংলাদেশকে খুব একটা এমন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হবে না—সেটিও প্রত্যাশিত।

লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় সাকিব ও লিটন, জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি এখনো
প্রথম আলো

সাকিবও দল হিসেবে ভালো করার কথাই বলেছেন, ‘আমরা ভালো একটা দল, এ সংস্করণে ভালো খেলছি। এখন সবাইকে দেখানোর সময় আমরা কতটা ভালো।’

এরই মধ্যে এশিয়া কাপ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে আপাতত শ্রীলঙ্কাতেই থাকবেন সাকিব। গত ৩০ জুলাই শুরু হয় ৫ দলের এলপিএল, চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতিতে সাকিব থাকবেন না। সাকিবের সঙ্গে লিটন দাস ও পেসার শরীফুল ইসলাম অনুশীলনে যোগ দেবেন এলপিএল শেষ করে এসে।

৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে বাংলাদেশের প্রথম ম্যাচ।

আরও পড়ুন