বিদেশি ক্রিকেটাররা কে কবে যাবেন, অবশেষে জানাল রাজশাহী
‘টিকিট কি পেয়েছেন?’ প্রশ্নটা করতেই দুর্বার রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার বললেন, ‘পেয়েছি, কিন্তু বৈধ কি না, তা নিশ্চিত নই।’ ফ্র্যাঞ্চাইজির প্রতি তার অবিশ্বাস আর ক্ষোভই ফুটে উঠে এমন কথায়। এর পেছনে কারণও আছে।
পুরো টুর্নামেন্টে পারিশ্রমিক ইস্যু নিয়ে টালবাহানার মধ্যে দিয়ে যেতে হয়েছে রাজশাহীর ক্রিকেটারদের। স্থানীয় ক্রিকেটাররা যেমন ভুক্তভোগী ছিলেন, ছিলেন বিদেশিরাও। এ জন্য তাঁরা একটি ম্যাচও বর্জন করেন।
রাজশাহীর ঝামেলা শেষ হয়নি কাল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরও। দলটির বিদেশি ক্রিকেটাররা হোটেলে অনিশ্চিত সময় পার করেছেন গতকাল ও আজ। চুক্তি অনুযায়ী পারিশ্রমিক, দৈনিক ভাতা না পাওয়ায় টিম হোটেল ছাড়তে রাজি হননি তাঁরা। দেশে ফেরার ফ্লাইটের টিকিটও হাতে পাচ্ছিলেন না তাঁরা।
তবে আজ রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রাজশাহী জানিয়েছে, আজ রাত থেকেই বাংলাদেশ ছাড়তে শুরু করবেন বিদেশি ক্রিকেটাররা। রাত তিনটায় জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল হারারের উদ্দেশে উড়াল দেবেন ইথিওপিয়ান এয়ারলাইনসে চড়ে। রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইট পাকিস্তানের মোহাম্মদ হারিস।
পাকিস্তানি হেড কোচ এজাজ আহমেদ ও ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স ৫ ফেব্রুয়ারি উড়াল দেবেন। বাকিরাও সম্ভাব্য দ্রুততম সময়ে বাংলাদেশ ছাড়বেন বলে জানিয়েছে রাজশাহী। তাঁদের বিমানের টিকিট পাওয়ার কথা নিশ্চিত করেছেন রাজশাহীর একজন বিদেশি ক্রিকেটারও।